মামনি মারিয়া এবং সোহানা,
সফলতা একদিনে আসে না। এর জন্যে লেগে থাকতে হয়। বাজারে এখন ২ মিনিটে নুডুলস বানানোর মতো সফলতা লাভের ফর্মুলার ছড়াছড়ি। আমার মেয়ে মারিয়া এবং সোহানাকে বলছি - এইসব ভুল ধারণা নিয়ে জীবনকে চালাবে না, প্লিজ।
একটু লক্ষ্য করলে দেখা যায়, জীবনে যারা সাফল্য লাভ করেছেন, তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেই উচ্চ স্থানে পৌছেছেন। তাঁদের জীবন থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। এর জন্যে, তোমাদের প্রচুর বই পড়তে হবে, দেশ-বিদেশে গিয়ে থাকতে হবে, ভালো বন্ধুদের সাথে সম্পর্ক করতে হবে।
প্রিয় কন্যাদ্বয়,
তোমাদের দাদা উচ্চ পদস্থ সৎ সরকারী কর্মকর্তা ছিলেন। তিনি শত প্রলোভনেও নিজের সরকারী ক্ষমতার অপব্যবহার করেন নাই। তিনি তাঁর সন্তানদের সব সময় সৎ থাকার নির্দেশ দিয়েছেন।
তোমার দাদাকে অফিস থেকে নিশান পেট্রোল জীপ দেওয়া হয়েছিলো। তিনি সেই গাড়ি নিজের পরিবারের জন্যে ব্যবহার করেননি।
আমার মামার মুখে শোনা একটি ঘটনা দিয়ে শেষ করছি-
আমার এক মামা বিদেশ থেকে এসেছেন। তিনি দেখলেন- আমরা যখন খাবার খাই, আমাদের খাওয়ার প্লেটে মুরগীর টুকরোগুলো খুব ছট ছোট। তাও, এক টুকরোর বেশি দেওয়া হয় না। আমার মামা তাঁর বোনের এই কষ্ট দেখে আমার বাবাকে বললেন- "সাইকুল ভাই, আপনার পরিবার এতো কষ্ট করছে!"
আমার আব্বা উত্তরে বলেছিলেন- "আমার এই ছোট মুরগীর মাংসের টূকরো আমার সন্তানদের যে শক্তি দিবে, একজন দূর্নীতিবাজ মানুষের সন্তান থেকে সেই শক্তি অনেক বেশি হবে।"
মারিয়া ও সোহানা,
তোমরা তোমাদের দাদার কথা সব সময় মনে রাখবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫