মেঘের অপারে কোন বেহেস্ত নেই যে!
নেইকো কোন দোযখ।
তোমার সাথে দেখা হবে ভীন এক জগতে,
রেখো না তুমি সেসবে চোখ!
যদি তা না আনিতে পারে শান্তি এ ধরায়,
কি হবে সমুদ্র সিঞ্চনে মুক্তা তুলি আনিয়া!
তুমি তো বাধা পড়েছো দেশ-জাতির গণ্ডিতে!
কি হবে তবে স্বর্গ - নরক মাপিয়া!
আমি তবু বিশ্বাসী, কোন এক সকালে,
ফুটিয়া গোলাপ, হইবে সূর্য-গ্রহণ,
শত ক্রোশ পাড়ি দিয়া ছুটিয়া আসিতে হইলেও
তুমি এসে ধরা দিয়ে করিবে আলিঙ্গন।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৯