খনই কোন ধর্ষণের বা খুনের খবর পত্রিকায় আসে, তখনই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষার্থী সোহাগী জাহান তনুর কথা মনে পরে। বিচারের দাবীতে সারা বাংলাদেশ, তখন কেঁপে উঠেছিল। এই রাষ্ট্র বিচার করেনি। সেনা ক্যাম্পের নিরাপত্তা বলয়ের ভিতরে ধর্ষণ করে, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বোনটিকে।
আজও তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। সত্যটা প্রকাশ হয়নি, কোন অপরাধী গ্রেফতারও হয়নি। বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতা ঢাকতে সেদিন সিসি টিভির ফুটেজ গায়েব করে দিয়ে ধর্ষক-হত্যাকারীদের রক্ষা করা হয়েছিল। দেশের ১৬ কোটি জনগণ আজ ৪ বছর পরে হয়ত ভুলেই গিয়েছে তনু নামের কারও অস্তিত্বই ছিল কি'না বাংলাদেশে!
আজও তনুর হত্যাকারী-ধর্ষকরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে! আমি লজ্জিত এদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতি।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৬