ডিজিটাল দেশ, অপহরনের ৪ দিন পরও পত্রিকায় প্রকশ পায়নি এই খবর। নোয়াখালীর বেগেমগঞ্জ ও চাটখিলে একদিনে ছাত্রলীগ ক্যাডারদরে হাতে অপহৃত স্কুল ও কলজে ছাত্রীকে ৪ দিনেও উদ্ধার করতে পারেনি পুলশি। আজ ভোর রাতেও অপহৃত উদ্ধারে পুলশি অপহরণকারীদরে বাডিসহ বভিন্নিস্থানে হানা দিলেও অপহৃতদরে কোন সন্ধান পায়নি। জানা গছে, বেগমগঞ্জ উপজলোর মারকাশরে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও বেগমগঞ্জ উপজলো জাতীয় র্পাটরি সভাপতি নজরুল ইসলামের মেয়ে ফারজানা আক্তার রূপাকে সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সা যোগে অপহরণ করে একই উপজলোর তাতিহাজরা গ্রামরে সফি উল্লাহর ছেলে ছাত্রলীগ ক্যাডার সিরাজসহ তার লোকজন। এ ঘটনায় অপহৃতরে বাবা নজরুল ইসলাম বাদি হয়ে সিরাজসহ অজ্ঞাত ১০/১২ জনরে নামে বগেমগঞ্জ মডলে থানায় মামলা দায়রে কর।
এদিকে সোমবার বিকেলে চাটখলি উপজলোর খলিপাড়া ইউনয়িনরে শ্রীপুর বাজাররে ডা. দোলোয়ার হোসনেরে মেয়েকে ও নোয়াখালী সরকারি কলজেরে ১ম র্বষরে ছাত্রী পারভনি আক্তার সুভ্রাকে বাসা থেকে বাবার দোকানে যাওয়ার পথে একটি মাইক্রোযোগে অপহরণ করে খলিপাড়া ইউপরি সাবকে চয়োরম্যান মো. হানফি মিয়ার ছেলে ছাত্রলীগ ক্যাডার কামরুল হাসানসহ তার লোকজন। এ ঘটনায় অপহৃতরে বাবা ডা. দেলোয়ার হোসনে বাদি হয়ে কামরুলসহ অজ্ঞাত ৭/৮ জনরে নামে চাটখলি থানায় অপহরণরে মামলা করছেনে। উভয় ঘটনায় পুলশি অপহরণকারীদরে বাড়সিহ বভিন্নিস্থানে হানা দিলেও অপহৃত কাউকে উদ্ধার করতে পারনে। কিন্তু এখন র্পযন্ত কোন আসামিও গ্রফেতার হয়নি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩০