আমি প্রবাসে থাকি। যখন আমাকে কেউ বাঙালী বলে, শুনতে গালির মত লাগে। এমন অনেকবার হয়েছে পাশ থেকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি বাঙালী? আমি বিরক্ত হয়ে বলি : না, আমি বাংলাদেশী।
মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের ভাষা আরবী, কোন মিশরী, সিরিয়ান, জর্ডানী বলেনা আমরা আরবী। সবাই নিজ নিজ ভুখন্ড়গত জাতীয়তার ভিত্তিতে বলে আমি মিশরী, সুদানি, সিরিয়ান ... ... । যদি তারা বলে আমরা আরবী, তবে এতে তার জাতীয়তার পরিচয় পাওয়া গেলোনা। তেমনি ইংরেজসহ পৃথিবীর সব জাতীর বেলায়ও একই কথা প্রযোজ্য।
ভারত থেকে যখন কোন গরু, মুরগী, ডিম বা অন্য যে কোন পন্য বাংলাদেশে আসে, সবাই বলে এটা ভারতীয়। কেউ কি বলে এটা হিন্দি, তেলেগু, মালায়লাম .... ?
কেবল দেশ থেকে আসা পন্য সামগ্রী, তরি তরকারির ক্ষেত্রে বলে এগুলো বাংলাদেশী, কিন্তু মানুষগুলো বাঙালী। একদিন দোকানে গিয়ে বললাম ভাই আমাকে বাঙালী মাছ দেন, বাঙালী মাংস দেন। দোকানি শুনে হতবাক! (সাধারনতঃ বাংলাদেশীদের দোকানের সাইনবোর্ডে লেখা থাকে "এখানে বাংলাদেশী মাছ মাংস কেটে বিক্রি করা হয়) বললাম আমি / আপনি যদি জাতীয়তায় বাঙালী হতে পারি তবে মাছ মাংসের অপরাধ টা কি? আজ থেকে বলবেন বাঙালী মাছ, বাঙালী মাংস, বাঙালী কচু ..... , দোকানী যারপরনাই হতবাক ও চমকিত হলো।
পাকিস্তানের রাষ্ট্রিয় ভাষা উর্দু ভারতের অনেক রাজ্যের ভাষা উর্দু, দু'দেশের উর্দুভাষী কোন নাগরিক বলেনা আমরা উর্দু জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা নিজ নিজ ভুখন্ড়গত জাতীয়তায় বিশ্বাস করে।
যখন বিদেশের মাটিতে ভারতীয় বাঙালীর সাথে দেখা হয়, অনেক পরীক্ষা করে দেখেছি তারা ভুলেও বলেনা আমরা বাঙালী, বলে আমরা ইন্ড়িয়ান।
তবে আমাদের কেন এত আদিখ্যেতা ? আমরা বাঙালী বলে নিজ সিমানা ভেঙ্গে কোন অসীমে লীন হতে চাই ? বাংলা আমাদের ভাষা কিন্তু জাতীয়তা আমাদের বাংলাদেশী হওয়াটাই কাম্য। নিজেদের স্বাতন্ত্র পরিচয় আর স্বতন্ত্র ভুখন্ড়ের পরিচিতির জন্য।
আপিল বিভাগ যদি সত্যিই ৭২ এর সংবিধানে বাঙালী জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিস্থাপনের নির্দেশ দেয়, তবে এটা আমাদের জাতীয় জীবনে এক বিরাট মাইলফলক, একটি যুগান্তকারি সিদ্বান্ত, আমাদের মনস্তাত্বিক বিজয়, বাংলাদেশী ভুখন্ড়ে বসবাসকারী সকল জাতীগোষ্টির ঐক্যের সনদ। পাশাপাশি আওয়ামি রাজনীতির জন্য একটি বিশাল বিপর্যয়, তাদের দলীয় মূলনীতিও যে পরিবর্তন করতে হবে।