হুমা আজাদের "পাকসার জমিন সাদ বাদ" পড়লে তার বিভৎস রকমের বিকৃত রুচি আর ইসলাম-মুসলিম বিদ্বেষের পরিচয় পাওয়া যায়, যাকে তথাকথিত প্রগতির ধ্বজাধারী ইসলাম বিমুখরা "প্রথা বিরোধী"র মোড়কে জায়েয করতে চায়। যার তার সম্পর্কে যাচ্ছে তাই বলে দেয়া / লিখে দেয়া বাক স্বাধীনতা নয়/প্রথাবিরোধি নয়, স্বেচ্ছাচারিতা।
হুমায়ুন আজাদের উপর হামলা অবশ্যই নিন্দনীয়, তবে তিনি যা লিখেছেন তাও ঘৃন্য, জঘন্য। যারা তার জার্মানীতে মৃত্যুকে নিয়ে হই চই করেন, তারা কি জানেন না জার্মানীর পুলিশ ময়না তদন্তে নিশ্চিত করেছিল তার মৃত্যুর কারন মাত্রারিক্ত মদ্য পান ? তিনি মাত্রারিক্ত বোতল সেবনপূর্বক মাতাল অবস্থায় মৃত্যুবরন করেছিলেন, অর্থাৎ প্রথাবিরোধী মৃত্যু!!!!!!!!!
জামায়াত বা সাঈদীর হাত যদি এতই লম্বা হতো, নাইজেরিয়াতে হাসিনা, লন্ড়নে রেহানা, আমেরিকাতে জয় ...... দুনিয়ার কোন প্রান্তে কেউ এত নিরাপদে থাকতে পারতোনা।
আসলে জামায়াত বা তার নেতৃবৃন্দকে তারা আরেকটি কাগুজে বাঘ বানিয়ে নির্মূল করতে চায়, যেমন টি করছে তাদের প্রভু আমেরিকা। পাকিস্তান, ইরাক, আফগানিস্তানে আল কায়েদা নিধনের নামে মুসলমান মেরে সাফ করে ফেলেছে। কোথায় আলকায়েদা? কোথায় তাদের মারনাস্ত্র? ২/৩ টি দেশ ধ্বংস হয়ে গেল এখনও তাদের মারনাস্ত্র ব্যাবহার করলোনা, তবে কি তা ব্যাবহার করবে ক্বেয়ামতে ময়দানে!!!
দুনিয়ার সব ধরা পড়ে শুধু বিন লাদেন ধরা পড়েনা, সে এখনও পলাতক আছে টিভি'তে বিভিন্ন স্থাপনায় হামলার বিজ্ঞাপন দেয়ার জন্য। মনে রাখতে হবে ক্লাষ্টার বোমা, ড়্রন বোমা, কার্পেট বোমা কিন্তু জঙ্গী চিনেনা। আফগানিস্তানে, ইরাকে যারা মরছে তাদের সিংহভাগ নিরীহ মানুষ, জঙ্গী নয়। সেখানেও ইঙ্গ মার্কিনীদের প্রবেশ অনিবার্য্য করেছিল এ শ্রেনীর বুদ্বিজীবি নামাধারী কিছু কুলাঙ্গার শয়তান। এখন তারাও মরছে।
ধিক্কার, সে ইন্দো মার্কিনিদের পা চাটা গোলামদের, যারা তাদের সুরে সুর মেলায়। বিগত একদশকের সব বোমা হামলা-সন্ত্রাস, সর্বশেষ পিলখানা ট্র্যাজিডি, যেখানে যা ঘটেছে, এসব কুকুরেরা সমস্বরে বলেছে এটা জামায়াত শিবিরের কাজ, তাদের ইন্দন। কিন্তু কোথাও কি এতটুকু প্রমান মিলেছে ? লেদার লিটন, তোরাব আলী যদি বিএনপি / জামায়াতে কেউ হতো? শায়খ রহমান যদি মির্জা আজমের ভগ্নিপতি না হয়ে জামায়াতের কারো আত্মিয় হতো? ইড়েনের নির্যাতিত ছাত্রীদের খদ্দের যদি বিএনপির হতো, ভাবতে পারেন কি করতো এসব নব্য গোয়েবলসরা?
ধিক্ এসব মিথ্যাচারীদের, ধিক এসব জ্ঞানপাপীদের।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪৬