চলো, চিত্রের বাহিরে বৃত্ত ভেঙ্গে
সত্য তুলে ধরি,
চলো, সমূলে উপড়ে ফেলি অন্ধ, জরাজীর্ণ
নীতিহীন রাজনীতি।
চলো, নজর রাখি তীক্ষ্ণ চোখে,
পাহারা বসাই দলবেঁধে
যেন ছিড়তে না পারে
হায়েনার হাত থেকে বাঁচা শেষ গোলাপটি।
চলো, হাতে হাত রাখি, ঐক্য বেঁধে গড়ে তুলি
ভৃত্ব্যবোধ আর সাম্যের স্বদেশ ভূমি।