গতকাল সামুর বন্ধী জীবন থেকে মুক্তি হল, আশা করি খুব শ্রীগ্রই সামুর তাঁর আসল রুপে ফিরে আসবে। ব্লগে এখন আনন্দ উৎসব চলছে এ যেন যুদ্ধের জয়ের আনন্দ। যুদ্ধের অগ্রসেনানী "জনা আপাকে আন্তরিক ধন্যবাদ সাথে ধন্যবাদ জানাই কাভা ভাইকে তিনি নিরলস চেষ্টা করে গেছেন এই বন্ধন টিকে রাখার জন্য বিশেষ করে কিছুদিন আগে যখন সামু আর ওপেনই হচ্ছিল না তখন তিনি দ্রুত একটি ফেসবুক গ্রুপ খুলে সবাইকে এক সাথে চলার সুযোগ তৈরি করলেন তিনি চাননি হারিয়ে যাক সোনালী এই প্রজন্ম।
এদিকে অনেক দিন পর ব্লগার ঠাকুরমাহমুদ তাঁর পূর্বে ঘোষিত জিয়াউর রহমানের উপর সিরিজি লিখতে শুরু করেছেন, অনেকেই প্রতীক্ষায় ছিলেন এই সিরিজের। যেহেতু আমি ব্যাক্তিগতভাবে জিয়াউর রহমানকে পছন্দ করি তাই আমিও খুব খুশি।
মুক্তি দিনে অনেকে অনেক কিছু লিখেছে, আমি কিছু লেখার চেষ্টা করেছি কিন্তু হয়ে উঠেনি কারণ আমি বন্ধী থাকলেও দেয়াল ছিদ্র করে সামুর বুকে ছিলাম সর্বদা। তবুও কিছু লিখতে হয় তাই এই কবিতা লেখা।
চারিদিকে দেখি যখন গাঢ় অমানিশা
ডুকরে কাঁদতে দেখি যখন সত্যের
মিথ্যের করতলে দেখি যখন দেশের বিবেক বন্দি
আমি হয়নি বিন্দুমাত্র বিচলিত-
বিশ্বাস ছিল- সুদিন আসবেই, কারণ
এই ভূমি ভিজেছে-
নির্ভীক সৈনিক জিয়াউর রহমানের রক্তে।
'হে বীর!
তুমি শিখিয়েছো
কথা নয় কাজে হও বিশ্বাসী,
লুটে-পুটে খেতে নয়, সেবার জন্য ধর তলোয়ার।
তুমি দেখায়াছো
লড়তে হয়- বুকে নিয়ে অসীম সাহস
তবেই দিবে ধরা শিখর চূড়া।
উৎসর্গঃ ব্লগার ঠাকুরমাহমুদ
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৫