বাংলাদেশ সিভিলিয়ান পার্টি (বিসিপি) বা বাংলাদেশ নাগরিক পার্টির পক্ষ থেকে আমি আমার নির্বাচনি ইশতেহার উপস্থাপন করছিঃ-
১। দুই মেয়াদের বেশী সরকার প্রধান না হওয়ার বিধান।
২। সরকারী দল ছাড়া অন্য দলের প্রতি সরকারী নির্যাতন বন্ধ করা। কারো নিয়মতান্ত্রিক আন্দোলনে পুলিশি নির্যাতন না করা।সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা।
৩। যাবতীয় অপরাধমূলক কাজ কঠোর হস্তে দমন।
৪। শিক্ষার মান বৃদ্ধিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং দরিদ্র শিক্ষার্থীদেরকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা।
৫। ১৮ বছর বয়সীদের লেখাপড়ার পাশাপাশি আয় করার সুযোগ সৃষ্টি করা। বেকারত্ব দূরীকরণে চাকুরী খাত সৃষ্টি। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কারিগরী শিক্ষা কার্যক্রম জোরদার করা।
৬। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন। নিরাপদ সড়ক নিশ্চিত করা। দক্ষ ট্রাফিক আইন প্রণয়ন করা। লাইসেন্স বিহীন গাড়ি ও চালক প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ।
৭। গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষারমান বৃদ্ধিতে অধিকতর ব্যবস্থাগ্রহণ।
৮। পর্যটন ব্যবস্থার উন্নতি সাধন।
৯। পরিবেশ সুরক্ষায় নির্বিচারে বৃক্ষ ও পশু-পাখি নিধন সম্পূর্ণ বন্ধ করা।
১০। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, খনিজ সম্পদ সংরক্ষণ এবং বিদ্যুৎ পানি ও খনিজ সম্পদের অপচয় রোধ।
১১। খাদ্য দূষণ রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
১২। অসৎ ব্যবসায়, মাদকদ্রব্য উৎপাদন ও আমদানী- রপ্তানী প্রতিরোধ করা।
১৩। জনসাধারণের নৈতিক অবক্ষয় প্রতিরোধ করা।
১৪। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান, যুদ্ধ অপরাধীদের বিচার অব্যাহত রাখা, তবে বিনা অপরাধে রাজনৈতিক বিবেচনায় কোন লোককে অহেতুক শাস্তি প্রদান না করা।
১৫। দূর্নীতি প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
১৬। দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করা।
১৭। কৃষি ও শিল্প উৎপাদন জোরদার করা।
১৮। সকল ক্ষেত্রে অসাম্প্রদায়িক ব্যবস্থা নিশ্চিত করা।
১৯। স্বল্প খরচে ও সহজে জনগনের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা।
২০। প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূর্যোগের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
বিঃদ্রঃ বিসিপির নির্বাচনী মার্কা হবে শাপলা। দলীয় মূলনীতিঃ নাগরিক কল্যাণ ও রাষ্ট্র উন্নয়ন।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯