এবং তখন তোমার কোলে শাওন রাতের বৈরী বাতাস
মানুষ ঝড়ের আঁচ পেয়ে যায় পথের ধুলো'র উন্মাদনায়
চোখের ভেতর কাঁচের দেয়াল নকশা বোনে জলের রেখায়
তারপরও চোখ শুকনো কেন - ওসব তুমি বুঝতে পারো?
বজ্রপাতের কঠিন ধমক, আকাশ তখন রাশভারী খুব
গাছের পাতার আর্তনাদে ঘুমপরীদের ঘুম ভেঙ্গে যায়
একটা ছেলে চশমা ফেলে তখন কেবল বৃষ্টিকে চায়;
বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক - গল্পটা আজ ভিজুক আরও...
আর যদি বা হিংসুটে ওই মেঘগুলো সব পালিয়ে বেড়ায়
জানি তখন কোথায় গেলে মিটবে আমার জলের দাবি;
তখন তোমার দু'চোখ জুড়ে মিথ্যে ভয়ের নীল আকুতি
'তোমায় আমি খুব বুঝেছি; দোহাই এবার হাতটা ছাড়ো!'
আমায় তুমি বুঝলে ঠিকই - হয়তো সরল বিপ্রতীপে;
আমার সকল ইচ্ছেগুলো রাখতে গিয়ে কাটিয়ে দিলে
তোমার অমন পুষ্প-জীবন; তারপরও এই মাতাল আমার
হারিয়ে যাওয়ার ইচ্ছে এবার - দাম দেবে কি সে ইচ্ছারও?
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:১৬