ব্যস্ত সড়ক – পথের ওপর সস্তা হোটেল, কসকো সাবান
লোডশেডিং-এ জিরোচ্ছে খুব সিলিং ফ্যানের ক্লান্ত পাখা
ঘড়ির কাঁটায় আটকে সময়, নয়টা-পাঁচটা জীবন-যাপন
দিন পোহাতেই রাত্রি নামে; ছাড়পোকাদের আদরমাখা
এই জীবনে আমায় তুমি কাব্য লিখতে বলছো আবার?
ভীষণ রোদে যাচ্ছে পুড়ে স্বপ্নে-বোনা মেঘের বলয়
এমন গল্পে কোথায় বসাই রূপকথার এক রাজকুমারী?
আমার দুচোখ আটকে গেছে গলিপথের বদ্ধ আলোয়
মফস্বলের চায়ের দোকান – গুজব দিয়েই বাতাস ভারী
রক্তনালী-মগজ এখন ছাড়পোকাদের রাতের খাবার!
হঠাৎ হঠাৎ চমকে দেখি ভিন্ন রোদের নীলচে দুপুর
রাত-বিরেতে ঘুম ভেঙ্গে যায় কাঁচপোকাদের আন্দোলনে
আর কে যেন কাঁদছে তখন বুকের ভেতর টাপুর-টুপুর
খুব দূরে এক আলোর রেখা পতঙ্গ-প্রায় এই জীবনে
মন্ত্রণা দেয়, ‘ওঠো এখন, জেদ ধরো ফের স্বপ্ন ছোঁবার!’
স্বপ্ন, তোমার বসত কোথায়? দাও দেখা দাও আমায় আবার;
দাও দেখা দাও, ছুটবো আমি… কিচ্ছু বাকি নেই হারাবার!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩