হুট করে বিষন্ন রাত আসে কিছু কিছু
লেট হয় যাওয়া শেষ ট্রেনের মতন
জনশূন্যতায় খা খা স্টেশন
তবু সে থামতে শেখে না।
এইসব বিষন্ন অন্ধকারে বিমর্ষ বারান্দায়
হু হু করে বয়ে যাওয়া বাতাসের দীর্ঘশ্বাস, ফিসফিসানি
কানে এসে উঁকি দেয়, বহুদূর থেকে নিয়ে আসে
ছেড়া খড়কুটোর মত, সাগরের অগুনতি ঢেউয়ের মত
ভাসমান স্মৃতির ঝিনুক, সৈকতে বসে মুক্তোর খোঁজে
সেইসব রাতগুলোতে
ভোর বহু দূর মনে হয়।