লেখালিখিতে বেশ কিছু দিন হল আলসেমি ধরে গেছে। ইচ্ছে থাকলেও কাজের চাপে ইচ্ছেগুলো কেমন জানি চাপা পড়ে যাচ্ছে। এই তো শুধু আলসেমি করেই গত চার-পাচ টা ট্যুর নিয়ে তেমন কিছুই লেখা হল না। আল্লাহ আমাকে এতো ঘোরাঘুরি করার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। তবে মাঝে মাঝে মনে হয় কিছু দায়বদ্ধতা আমারও আছে। এদেশের যে রূপ আমি দেখেছি তা সবার সাথে ভাগাভাগি করে নেয়ার দায়বদ্ধতা। সেই জায়গা থেকেই আপনাদের সাথে একটু ভাগাভাগি করা...
১। গত বছর ঈদে গিয়েছিলাম চর কুকরি- মুকরি। এটাই ছিল প্রবেশ পথ।
২। সিডরের ক্ষত আজও বয়ে বেড়ায় সোনার চরের গাছগুলি
৩। সোনার চরে পড়ন্ত বিকেলে
৪। বিরাট সূর্যটা দেখে সেদিন প্রেমে পড়ে গিয়েছিলাম চর কুকরি- মুকরির
৫। চর কুকরি- মুকরিতে বার-বি-কিউ
৬। চর কুকরি- মুকরিতে 'ভ্রমণ বাংলাদেশ' কয়েক জন
৭। টাঙ্গুয়া হাওরে সেদিন পাহার-মেঘ আর পানি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলো
৮। রূপসী টাঙ্গুয়া
৯। আজও এদেশে চলে পালতোলা নৌকা
১০। পাহাড়ের কোল ঘেঁসে ঐ দেখা যায় টেকের ঘাট
১১। চুনা পাথরের জাহাজ
১২। টাঙ্গুয়াতে ভ্রমণ বাংলাদেশের জলকেলি
১৩। পান্তুমাই
১৪। লক্ষণ ছড়া , সিলেট
১৫। বাংলার আসল রূপ
১৬। বাংলার আসল রূপ
১৭। লোভাছরা চা বাগানের বিশ্রাম ঘরটি আসলেই চমৎকার
১৮। ডাহুকী নদী
১৯। রাতারগুলে ভ্রমণ বাংলাদেশ
২০। পড়ন্ত বিকাল, নারিকেল জিঞ্জিরা
সুন্দরজের কি আর শেষ আছে?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২৩