মা (ইংরেজি: Mother, Mum, Mom) হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন - তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত।
মা ও তার সন্তানের মধ্যেকার ভালোবাসা কখনও কোনো মানদণ্ডে পরিমাপ করা সম্ভব না। এর মান অসীম।
এই পৃথিবীতে মা ই হচ্ছেন সবচেয়ে আপন,সবচেয়ে মধুর। গরীবের মা,ধনীর মা,রাজার মা,ভিখারীর মা,দিনমজুরের মা,শিক্ষকের মা,বিজ্ঞানীর মা এক কথায় আমার মা,তোমার মা,সকলের মা,যার মা ই বলিনা কেন মা হচ্ছেন সকলের জন্য কেবল ই মা।পৃথিবীর কোন মা ই যেন অবহেলিত না হন।কোন মায়ের শেষ আশ্রয়স্থল যেন একাকী গৃহ,রাস্তা বা বৃদ্ধাশ্রম না হয় এই কামনা রইল ‘মা’ দিবসে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৩