গত ৯০ বছরে বাংলাদেশের ইতিহাসে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস —
কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, ৮৩% মানুষই জানেন না কে এই ড. ইউনুস! আপনি নিশ্চয়ই জানেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার । আপনি নিশ্চয়ই জানেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার কিন্তু জানেন কি, সম্মানসূচকে এর পরেই আসে –
২. The U.S. Presidential Medal of Freedom
৩. The U.S. Congressional Gold Medal
পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১২ জন ব্যক্তি এই তিনটি পুরস্কারই অর্জন করেছেন —
আর তাদের একজন হলেন আমাদের গর্ব, বাংলাদেশের প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস!
বিশ্বাস হবে?
যখন লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন ড. ইউনুসের জন্য!
হ্যাঁ, এমন ঘটনাও সত্যি ঘটেছে!
আরও শুনুন —
বিশ্বের অন্যতম সম্মানজনক আসর অলিম্পিক গেমস ।
২০২০ সালের জাপান অলিম্পিকে, যিনি ছিলেন Torch Bearer (মশাল বাহক) —
তিনি আর কেউ নন, ড. ইউনুস নিজেই!
বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের তালিকায় ড. ইউনুস রয়েছেন নিয়মিত Top 10-এ!
মুসলিম বিশ্বে নোবেল বিজয়ীদের মধ্যে তাঁর অবস্থান এক কথায় অতুলনীয়।
আর এমন একজন মানুষ আমাদেরই দেশের সন্তান —
বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার!
ফেবু
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০১