সামু ব্লগের মিলন মেলায় স্মরণীয় সময় গুলো ক্লিক
না করলে আজ কিছুই দেখা যেত না । ছবি অনেক
কিন্তু সুযোগ মাত্র ১২ পিস । তাই সই । বেশ কজন
সতীর্থ এখানে আছেন যাদের আমিও চিনতাম না , নাম ভুলে
গেছি একদম । কেউ পারলে নাম লিখে দেবেন প্লিজ ।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:০০