পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি (আমি তখন ফার্স ইয়ার অনার্স ফাইনাল পরিক্ষা দিয়েছি):
ফাহমিদা খাওয়ার পর বলল, পৌনে তিনটায় ও জিমনেশিয়ামে যাবে। ওদের ১৭ তারিখ বার্ষিক কুচকাওয়াজ হবে, তাই প্রতিদিন প্যারেড করতে হয়।
পৌনে তিনটায় ফাহমিদাকে নিয়ে আমি আর সুমি রওনা হলাম। সুমিকে আমি অবশ্য জোর করে নিয়ে গেলাম। দুটো রিক্সা ভাড়া করা হলো। আমি আর সুমি একটাতে, আর ফাহমিদা আরেকটা মেয়ের সাথে শেয়ারে গেল। জিমনেশিয়ামে ঢোকার পর হাতের বা দিকে মাঠ আর এরপর সুইমিং পুল। আর ডান দিকে অফিস রুম। আমরা বা দিকে চলে গেলাম। দুপাশে গ্যালারী আর মাঝখানে ঢোকার রাস্তা। মাঠে দেখলাম ছেলে মেয়েরা প্যারেড করার জন্য দাড়িয়ে আছে। এদের কেউ ড্রেস পরেছে, কেউ পরেনি। কেউবা গ্যালারীতে দাড়িয়ে ড্রেস পড়ছে। ফাহমিদা আমাকে আর সুমিকে গ্যালারীতে বসিয়ে নিজে ওর দলের মেয়েদের সাথে গ্যালারীতে চলে গেল। একসময় ওরা লাইন করে মাঠের পাশে রাখা মিলিটারী ট্রাক হতে অস্ত্র (রাইফেল) নিল। আমার বাস ছিল ৩:৩০ এ আর ওদের প্যারেড প্র্যাকটিস শুরু হলো ৩:২০ এ। ঘড়ি ধরে ৫মিনিট দেখে বাসের জন্য প্রায় দৌড়ে জিমনেশিয়ামের মাঠ থেকে বের হলাম। গেটে আমাকে দেখে একটা মেয়ে চিৎকার করে উঠল। পাশের মেয়েটি দেখলাম ব্যাগ দিয়ে মুখ ঢাকলো। মাঝখানের জন আমাকে বলল, "কেমন আছো শাহানা?" ওর কথা শুনে চিনতে পারলাম, ওরা হলো যথাক্রমে তানিয়া, নীলা আর চৈতি/বকুল। ড্রেস পরা (সার্ট, প্যান্ট, ক্যাপ) ছিল বলে লজ্জায় মুখ ঢেকে ছিল। ওদের বললাম, প্যারেড শুরু হয়ে গিয়েছে, তারাতারি যাও। আমি হাটা থামালাম না। কারন বাসের সময় হয়ে গিয়েছিল। সুমির পায়ে ফোসকা, বেচারী এই নিয়েই আমার সাথে সাথে দৌড়াতে লাগল। দোয়েল চত্বরে পৌছে দেখলাম দুটো বাস দাড়িয়ে আছে। প্রথম টা অন্য রুটের, পরেরটা আমাদের রুটে যাবে, "শ্রাবন"। সুমিকে কার্জন হলের সিড়িতে বসতে বলে আমি বাসে উঠলাম। ওর বাস ৩:৪০ এ।
(শেষ)
আলোচিত ব্লগ
জামায়াতকে দেশপ্রেমিক শক্তি বলা ইতিহাসের নির্মম রসিকতা: আ স ম রব
‘জামায়াতে ইসলামীকে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলে আখ্যায়িত‘ করার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং... ...বাকিটুকু পড়ুন
ব্যাকরণবিদ ছাগশাবকগণ
একদিন দুইজন ব্যক্তি গল্প করছিল। উক্ত দুই ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ছিল। তারা ব্যাকরণ ভালো জানতেন। তারা হাঁটতে হাঁটতে দেখল দুইটি কাঁঠালপাতা পড়ে আছে। তখন তারা সেই দুইটি পাতা খেলো। তারা... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান, আমেরিকা, জামাত-শিবির আমাদেরকে "ব্যর্থ জাতিতে" পরিণত করেছে।
আজকে সময় হয়েছে, আমেরিকান দুতাবাসের সামনে গিয়ে বলার, "তোরা চলে যা, ট্রাম্পের অধীনে ভালো থাক, আমরা যেভাবে পারি নিজের দেশ নিজেরা গড়বো। চলে যাবার আগে তোদের পাকী... ...বাকিটুকু পড়ুন
=হয়তো কখনো আমরা প্রেমে পড়বো=
পোস্ট দিছি ২২/১২/২১
©কাজী ফাতেমা ছবি
কোন এক সময় হয়তো প্রেমে পড়বো আমরা
তখন সময় আমাদের নিয়ে যাবে বুড়ো বেলা,
শরীরের জোর হারিয়ে একে অন্যের প্রেমে না পড়েই বা কী;
তখন সময় আমাদের শেখাবে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
বর্তমান সরকার কেন ভ্যাট বাড়াতে চায় ?
জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসে। শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে জনগণ ছাত্রদের ডাকে রাস্তায় নেমে আসে শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। অবশ্য... ...বাকিটুকু পড়ুন