পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি (আমি তখন ফার্স ইয়ার অনার্স ফাইনাল পরিক্ষা দিয়েছি):
ফাহমিদা খাওয়ার পর বলল, পৌনে তিনটায় ও জিমনেশিয়ামে যাবে। ওদের ১৭ তারিখ বার্ষিক কুচকাওয়াজ হবে, তাই প্রতিদিন প্যারেড করতে হয়।
পৌনে তিনটায় ফাহমিদাকে নিয়ে আমি আর সুমি রওনা হলাম। সুমিকে আমি অবশ্য জোর করে নিয়ে গেলাম। দুটো রিক্সা ভাড়া করা হলো। আমি আর সুমি একটাতে, আর ফাহমিদা আরেকটা মেয়ের সাথে শেয়ারে গেল। জিমনেশিয়ামে ঢোকার পর হাতের বা দিকে মাঠ আর এরপর সুইমিং পুল। আর ডান দিকে অফিস রুম। আমরা বা দিকে চলে গেলাম। দুপাশে গ্যালারী আর মাঝখানে ঢোকার রাস্তা। মাঠে দেখলাম ছেলে মেয়েরা প্যারেড করার জন্য দাড়িয়ে আছে। এদের কেউ ড্রেস পরেছে, কেউ পরেনি। কেউবা গ্যালারীতে দাড়িয়ে ড্রেস পড়ছে। ফাহমিদা আমাকে আর সুমিকে গ্যালারীতে বসিয়ে নিজে ওর দলের মেয়েদের সাথে গ্যালারীতে চলে গেল। একসময় ওরা লাইন করে মাঠের পাশে রাখা মিলিটারী ট্রাক হতে অস্ত্র (রাইফেল) নিল। আমার বাস ছিল ৩:৩০ এ আর ওদের প্যারেড প্র্যাকটিস শুরু হলো ৩:২০ এ। ঘড়ি ধরে ৫মিনিট দেখে বাসের জন্য প্রায় দৌড়ে জিমনেশিয়ামের মাঠ থেকে বের হলাম। গেটে আমাকে দেখে একটা মেয়ে চিৎকার করে উঠল। পাশের মেয়েটি দেখলাম ব্যাগ দিয়ে মুখ ঢাকলো। মাঝখানের জন আমাকে বলল, "কেমন আছো শাহানা?" ওর কথা শুনে চিনতে পারলাম, ওরা হলো যথাক্রমে তানিয়া, নীলা আর চৈতি/বকুল। ড্রেস পরা (সার্ট, প্যান্ট, ক্যাপ) ছিল বলে লজ্জায় মুখ ঢেকে ছিল। ওদের বললাম, প্যারেড শুরু হয়ে গিয়েছে, তারাতারি যাও। আমি হাটা থামালাম না। কারন বাসের সময় হয়ে গিয়েছিল। সুমির পায়ে ফোসকা, বেচারী এই নিয়েই আমার সাথে সাথে দৌড়াতে লাগল। দোয়েল চত্বরে পৌছে দেখলাম দুটো বাস দাড়িয়ে আছে। প্রথম টা অন্য রুটের, পরেরটা আমাদের রুটে যাবে, "শ্রাবন"। সুমিকে কার্জন হলের সিড়িতে বসতে বলে আমি বাসে উঠলাম। ওর বাস ৩:৪০ এ।
(শেষ)

আলোচিত ব্লগ
জাহাঙ্গীর আলম এবারো রাগ করবেন।
আরেক নটী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করেছে কতৃপক্ষ। এবার জেলে যেতে হবে সংগে ডিম থেরাপীও চলবে। জাহাঙ্গীর আলম আমেরিকা বসে এসব পছন্দ করছেন না কারণ ফারিয়া যেভাবে তৈলমর্দন... ...বাকিটুকু পড়ুন
কৃষ্ণচূড়ার দিন~
ঢাকার রাস্তায় রাস্তায় আগুন-রঙা রক্তিম লাল রঙে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে গাছগুলো,
গ্রীষ্মের এই প্রচন্ড গরমে কৃষ্ণচূড়ার এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া রুপ দেখে মনে হয় আকাশের নিচে আগুন... ...বাকিটুকু পড়ুন
পর্দার শেখ হাসিনা তো গ্রেফতার হলো, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কি খবর ?
খুব এক্সসাইটিং ব্যাপার স্যাপার ঘটছে আজকাল ! ব্লগে যে চরিত্র নিয়ে লিখি উহাই গ্রেফতার হচ্ছে। গতকাল নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে লিখলাম। আজকে দেখি বিমানবন্দর থেকে গ্রেফতার করা... ...বাকিটুকু পড়ুন
আমার মটর-সাইকেল ট্যুরের সময় ভূতুরে অভিজ্ঞতা
আসলে জীবনে অল্প বিস্তর প্যারানরমাল ঘটনা আমার সাথে ঘটেছে। আজ সে সবের মধ্যে আজ শুধু বাইক রিলেটেড ব্যাপারগুলোই তুলে ধরব।
ঘটনা ১. শুরুতেই বলি, আমি একজন... ...বাকিটুকু পড়ুন
সৈয়দ মশিউর রহমান বনাম হাসান কালবৈশাখী: একি ঘৃণার নতুন সংস্করণ?
ব্লগার সৈয়দ মশিউর রহমান শিল্পী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি আশা করেছেন যে ফারিয়াকে জেলে পাঠানো হবে এবং তাকে ‘ডিম থেরাপি’... ...বাকিটুকু পড়ুন