ঘুম নেই সময়ের গতির মাঝেই তার নিত্য জেগে থাকা
অবিরাম দেখা লেখা তার কাজ, দৃশ্য অদৃশ্যের ছবি আঁকা
ভেতরে বাইরে চারিদিক তার অসম্ভব প্রহরায় ঢাকা
যেখানেই বস্তু প্রাণ সেখানেই ঘুরছে তার মুহূর্তের চাকা
সৃষ্টির স্বার্থেই সময়ের চোখ ঘুরায় আপন দৃষ্টি রেখা
সৃষ্টির সাথেই মিশে আছে তার যাবতীয় তেজোদীপ্ত পাখা
কোথায় পালাবে তুমি সবখানেই তার ক্যামেরার ফিতা রাখা
প্রকৃতির কাছে এসে বুঝবে শেষে অন্ধপথ আঁকা বাঁকা
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮