১) বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারলে বা*ল কেন প্রভুরা পা চাটতে বাধ্য হতো।
২) অপরাধীকে আপনি যদি শাস্তির উপর না রাখেন, তাহলে সে আপনাকে দৌড়ের উপর রাখবে!
মুসা আল হাফিজ
৩) যারা সচিবালয়ে আগুন লেগে বলে সংবাদ প্রচার করবে তাদের সন্দেহ করুন কারণ সচিবালয়ে আগুন দেয়া হয়েছে।
৪) প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুস সাহেবকে বসাইছে ঠিক আছে কিন্তু তার টিমমেট হিসেবে কিছু বিপ্লবী মানুষ দরকার ছিলো,
সব বাটপার এবং অযোগ্য লোক উপদেষ্টামন্ডলে ,যারা চারমাসেও দেশে কোন কন্ট্রোল আনতে পারে নাই।
ছাত্রনেতা ও ক্ষমতাবান জনতারা আগে এই সরকারকে সংস্কার করেন ....
৫। আপনি জেলে সবাইকে পাবেন কিন্তু আমলাদের পাবেন না।
তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে ৫ ঘণ্টার সেনা বিদ্রোহে সহযোগিতার অভিযোগে ৫০ হাজার সরকারি কর্মচারীর চাকরি চলে গিয়েছিল। কি আর্মি, কি পুলিশ, কি প্রশাসন কাউকে ছাড়ে নাই। লাখ খানেকের হয়েছিলো জেল।
আর আমাদের দেশে ১৭ বছরের গুম-খুন-হত্যা-নির্যাতন-দুর্নীতি করাদের টাকা দিয়ে পালা হচ্ছে, ২০০০ মানুষকে নির্মমভাবে শহীদ করার পর যে সরকার আসলো, তারা এই ১৭ বছরের দোসরদের দিয়েই সংষ্কার করছে। সরকারি কিংবা বেসরকারি সব জায়গায় দোসররা বহাল তবিয়তে আছে, আগের মতোই ক্ষমতা, টাকা ইনকাম।
সরকার বলে সংষ্কার করবো কিন্তু করে না। আর রাজনৈতিক দলগুলো সব বাদ দিয়ে নির্বাচন চায় কিন্তু কেউ আসল জায়গায় হাত দেয় না।
জুলাই অভ্যুথাণ এই দেশের মানুষের মুক্তির জন্য ছিলো, সে মুক্তি আসে নাই। যারা জীবন দিয়েছে তাদের কাছে ক্ষমা চাই। আমরা ব্যর্থ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২১