দিন দিন মানবতা ও বিবেকবোধ কোথায় হারিয়ে যাচ্ছে ?
রবির যা দরকার ছিল হয়ে গেছে। টপ অপ দ্যা টাউন, টপ অপ দ্যা মার্কেট। বিজনেস মাইন্ডে সবই ঠিক আছে।
তবুও বলব: রবি ঠিক করে নাই। কারন, ওরা বলেছিল ঈদের জামা দিবে (কেউ কি বলবে যে এটা ঈদের জামা?) কিন্তু তা না দিয়ে ওরা একটা গা ঢাকার জন্য ব্যান্ডেড জামা/কাপড় দিয়েছে। ওরা এক একটা পথশিশুর গায়ে সিল মেরে দিয়েছে যে, সে ”পথ শিশু”। অনেকের মন্তব্য রবি’তো তাও দিয়েছে আমরা কি করলাম! সেক্ষেত্রে আমার কিছু বলার নাই- তবে এত বৃহৎ পরিসরে কেউ না দিলেও, ছোট ছোট পরিসরে আবার ব্যাক্তিগত উদ্দ্যেগেও কেউ কেউ দিচ্ছেন- শুধু তার নাম বা ব্যান্ডেড করে দিচ্ছেন না বলে আমরা দেখতে পাচ্ছি না, মানে জামা দেখে চিনতে পারছি না।
*** রাস্তায় অনেক শিশু দেখে বোঝাই যায়না এরা পথশিশু! এখন চিনতে সুবিধা হবে.....
ধিক্কার রবি, শিশু গুলোকে এরকম জীবন্ত সাইন বোর্ড না বানালেও পারতি
(Copied)