থিয়েটারের পর্দার মতোন খুলে গেলো
তোমার আবরণ ;
সুন্দর মুগ্ধতা নেমে এলো চোখের পাতায-
কানে কানে কী যে বলে গেলো দুষ্ট পবন,
বর্ষার নদীর মতোন আবেগ উছলায়।
আহা কী নিপুণ সুনিপুণ তোমার পটভূমি !
দেখেই হৃদয় জুড়ায় শীতার্ত রাতের ভেতর-
সুবাসে ছড়িয়ে গেছে আমার মনোভূমি,
নির্জন রাতে যেন তুমি আজ কত মনোহর !
স্পর্শেই পুলকের রেণু পড়ে ঝুরঝুরে ;
রক্তের স্রোতে বয়ে যায় আবহমান ঢেউ-
কী যে মধুমাখা আজ নিজর্ন রাত্রিরে !
মন-ভূক ডেকে যায় পিউ পিউ পিউ।
নিপুণ শিল্পের কাছে আজ মাথা হলো নত,
ধসে গেলো মনে গভীরে অহম ছিলো যত।
৪.১২.২০১২