পঁচিশে মার্চের কালোরাত।
হত্যা, হনন আর নারকীয় ধ্বংসযজ্ঞে নিপতিত হলো ঢাকা শহর ;
একপাল হায়েনার ছোবলে পাশবিকতায় কেঁপে উঠলো রাজপথ,
আসন্ন মৃত্যুর বীভৎস বার্তা বুকে ধরে
নিঘুর্ম রাত কাটালো শহরবাসি,
ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলো গ্রামের, সারা বিশ্বের ;
বিদেশী সাংবাদিকদের ধরে পূবাণী হোটেলের খাঁচায় বন্দি করলো পাগলকুকুরের দল,
পরের দিন চালান করে দিলো নিজ নিজ দেশে ;
হোটেলের গোপণ কুঠুরীতে লুকালো এক পঁিচশ বছরের যুবক,
পরের দিন ঘুরে ঘুরে দেখলো নরপশুদের হত্যাযজ্ঞ।
সুকৌশলে বিদেশি বার্তায় পৌঁছালে সে খবর
বিশ্বকে জানিয়ে দিলো নিরহ মানুষের উপর কাপুরুষের বর্বরোচিত দৃশ্যপট,
মুক্তিযুদ্ধের পক্ষ্যে বলিষ্ঠ আর শানিত কলম ধরলেন তিনি,
আমাদের বোধে আর চেতনায় আর সংগ্রামে একীভূত হয়ে
প্রাণ বাজি রেখে কাজ করলেন বিদেশ বিভূইয়ের এক পঁিচশ বছরের যুবক,
বাঙালি শোধিতে পারিবেনা কোনদিন তাঁর ঋণ,
বাঙালি সত্তার বেগবান অমর পুরুষোত্তম সাইমন ড্রিং।
৩.১২.২০১২