(ব্লগার ম্যাক্স কে শুভেচ্ছায়)
আমি আর পাখী পুষি না,
কেনো না একদিন উড়ে যায় ;
কুকুর পুষি না এক সময় কামড়ায়,
মানুষ পুষি না - আঘাত করে,
ভালোবাসি না অশ্রু ঝরে।
আমি এখন নির্জনে থাকি
অমানুষ ; না মানুষ ; মূলত অরণ্যমানুষ।
আধুনিক এই যুগে শিক্ষার খোলস পড়ার চেয়ে
আদিম অরণ্যের বন্যমানুষ শ্রেয়তর ;
কেনো না তাদের শুধু পেটের দায়
কিšতু আধুনিক মানুষের শুধু কি পেটের দায় ?
কাম, ক্রোধ, দ্বেষ, আগ্রাসন, হনন আর
যত্রতত্র প্রজনন বিপণন।
২.১২.২০১২