দিন তো বসে নেই, কাটছে, নদীর মতোন ;
কিংবা নক্ষত্র যেমন চলে অলক্ষ্যে ;
তেমন কাটছে, দিনতো কাটছে, অবিরাম কাটছে ;
চৈত্রের দহনে, বৃষ্টিহীন উষরতার রূক্ষতায় ; দিন কাটছে আমার
বেদনার নীলজলে, ধুঁকে ধুঁকে নিভে যাওয়া প্রদীপের মতোন ক্ষীণ শিখায়
অস্থিকঙ্কালের খুঁটিতে ভর দিয়ে কোনমতে কাটছে। দিন তো কাটছে। কাটছে !
রঙিন দিনের অপেক্ষায় কত প্রতিক্ষা আর তিতিক্ষা,
আর শ্রম ঘাম প্রেম আর মেধার নির্যাসে অবিশ্রাšত নব নির্মাণ।
তবু ঘোলা দিন, মেঘলা আকাশ আর বিবর্ণ ঝরাপাতা।
শুভ্র সত্য দিনের জন্য
কড়া মিষ্টির পায়েসের মতোন গাঢ় অনুভবের জন্য
মুখ পুরে হাসার জন্য
কিংবা প্রেয়সীর পরিপুষ্ট বুকের পুলকিত উষ্ণতার জন্য
শুধু মাত্র একটি সুমানব সšতানের জন্য
আমার এই পথ চলা, ক্লাšততা, ঘাম আর হাঁড়ভাঙা শ্রম,
তবু সুদিন আসেনা
আসে শঙ্কা, আতঙ্ক, ভয়, হতাশার দমকা বাতাস।
আসলে এই সমাজে এই দেশে
কুমানুষের নিগর্ত শ্বাসে বায়ূমন্ডল ভারি হয়ে গেছে
ভাগাড়ের দুগন্ধের মতোন তাদের কাম ক্রোধ বিষ্টা মল নিত্যকার ব্যবহার্য
দুষিত বাতাস হয়ে ছড়াচ্ছে দুরারোগ্য জীবাণু।
তবু এসবের ভেতর দিয়ে আমাদের দিন কাটে ;
কাটাতে হয়,
কেনো না মানুষ তো আর আদিম মানুষের মতোন অরণ্যে বাস করতে পারে না।
কেনো না এই সকল মানুষের ভীড়ে বাস করে হিংস্র পশুদের হাত থেকে
রেহাই পাওয়া যায় তো !
মুলত মানুষের মানবতা উবে গেছে
যা দেখি তা গ্রাম্য থিয়েটার-অভিনেতার সুনিপুণ মুখোশ মাত্র।
১.১২.২০১২