অপেক্ষায় থাকি : আসো আসো করে - আসোনা-
এদিকে আমার দিন যায়, দহন আর অসহন অস্থিরতায়,
বিবর্ণ হলুদ পাতাদের মতো ক্রমশ মরে যেতে থাকে বাসনা-
আষাঢ়ের বর্ষা এসে আচমকা আবেগ হয়ে অশ্রু ঝরায়।
কতদিন নিশিদিন রঙিন ঘুড়ির পাখনায় একাকার মিশে-
তোমার লাবণ্যনির্যাস চুমে পা রেখেছি স্বর্ণখচিত পালংকে,
একদিন তুমি আসবে বসšেতর মাতাল বাতাসে ভেসে-
বর্ষা আসতে দেখে যেন কুনোব্যাঙ বিহ্বল- মত্ততায় ডাকে।
দিন গেছে, প্রকৃতি বদলে গেছে, কতরূপ আর কত রং-
তোমাকে নিয়ে গভীর এক পৃথিবী লোকে মিশে, অলিক পুলক,
কত কেউ এসে- গেছে, কত ভাঙা-গড়া, কত সত্য, কত ভড়ং-
আমি শুধু তোমার জন্য নির্মাণ করে গেছি রঙিন ভূলোক।
এ জীবন যাবে, জানি আসবেনা ; দিবেনা শাশ্বত সুন্দর
আমি শুধু কল্পনার পাখি ওড়াই, কত কথা মনের ভিতর।
৩০১১.২০১২