পৃথিবীর প্রান্তর ঘুরে ফিরে একদিন তুমি নিবিড় হলে
এক সন্ধ্যায় ; তোমার চোখের আভায় আর মসৃণ স্তনে
অজস্র ফুলের সুবাস নেমেছিলো ; অগণন কল কোলাহলে
আমার ভেতর ঝর্ণার প্রবাহন, আর বর্ষার উদ্বেলতা গানে
এসে লেগে পাগল করেছিলো । তোমার গভীরে ঢুকে যেতে
যেতে সেদিন এক অমরাবতীর সুখ পুলক নেমেছিলো,
কী আবেশ আর মাদির নীলাভ আলোর বন্যায় আমরা মেতে ;
কী পরিচ্ছন্নতা- যদিও আমরা ছিলোম কেমন অগোছালো।
সেই অবগাহনের স্বাদ লেগে আছে চোখেমুখে ঠোঁটে ;
অথচ তুমি নেই, কতদূর ! সুদূর বিদেশে বিভূঁইয়ে,
আমার এখানে তোমাকে ছাড়া দিন কাটে না মোটে ;
কল্পনার হাতে হাত রেখে স্বাদ পাই তোমাকে ছুঁয়ে।
তবু দিনগুলো কাটে- জীবন চলে- আমরা হয়ে আসি ফিকে
অথচ কত কোলাহল, কত গান, উচ্ছলতা, চারিদিকে- চারিদিকে!!