রাতের পর দিন আসে, আর দিনের পর আসে রাত
রাতের আধাঁরের ভেতর অলক্ষ্যে থাকে কত দুর্দশা,
কত দৈব আসে আসে অলৌকিক ঘটনা অকস্মাৎ
জীবনের গতি মোচড়ে দিয়ে যায় বেদনা হতাশা।
সরল জীবনে পথে শুধু চেয়েছি দুবেলা দুমুঠো ভাত
সুরম্য অট্রালিকার সাধ আর স্বপ্ন ছিলো না কোনদিন
সবকিছু ভেসে গেলো যমুনার জলে, এমনই বরাত,
বাগানের ফুলে ফুলে ওড়েনা আর নীল লাল ফড়িং
সবকিছু ভেসে গেছে ক্ষয়ে গেছে সাধ আর আহলাদ
ধসে পড়েছে আমার সাধের স্বপ্নের রাজপ্রাসাদ।
২৯.১১.২০১২