গত তিন দিন ধরে জ্বর + মাথাব্যাথা + ঠান্ডা লেগে নাকের পানি চোখের পানি একাকার অবস্থা
এই কয়দিন অফিসেও যাই নাই কোথাও বেরও হই নাই। মেজাজ চরম খারাপ।
কম্প্যুটারেও বেশিক্ষন বসতে ভাল্লাগেনা। সারাদিন শুয়ে শুয়ে টিভিতে কি দেখা যায় খুজলাম এই কয়দিন। এই টিভি নিয়েই কিছু কথা বলার জন্য পোস্ট টা করলাম। নিচে লিস্টে আমার অবজার্ভেশন লিখলাম:
● যেই বাংলা চ্যানেলেই যাই সেইটাতেই দেখি কেউ স্টেজে দাড়িয়ে গান গাচ্ছে। অসহ্য!অসহ্য!অসহ্য!
টিভি চ্যানেল গুলার হাবভাব দেখে মনে হচ্ছে পুরা জাতিকে গায়ক গাইকায় কনভার্ট করে ফেলবে!
● এই গেল দিনের বেলা আর সন্ধার কথা...আর রাতে (১০টার পরে) যেই চ্যানেলই দেই দেখি টক শো! অসহ্য!অসহ্য!অসহ্য!অসহ্য!অসহ্য!অসহ্য!
কয়েকটা শোতে আবার খবরের কাগজ পড়ে পড়ে বিষ্লেষন করে। এরচে আজাইরা আর কি হইতে পারে!
● এমটিভি দেখার চেষ্টা কর্লাম...সারাদিন হিন্দি সিনেমার ট্রেইলার আর সন্ধার পর থেকে ালের রিয়েলিটি শো। একটা শো তে দেখলাম একগাদা মেয়ে দুইটা ছেলের জন্য কম্পিটিশন করে গালাগালি মারামারি কিছুই বাদ রাখেনা...ডায়লগে ইট্টু পরপর "টুট" "টুট" "টুট" করে। রিয়েলিটি শো (কন্সপিরেসি শো টু বি প্রিসাইস্) নিয়ে আমার এ্যালার্জী অনেক আগে থেকেই। আগে এ্যামেইজিং রেস দেখতাম মাঝে মাঝে...কিন্তু ঐটার সাথে এখনকার শো গুলার আকাশ পাতাল তফাত। পলিটিক্স আর কুটনামি সেন্ট্রিক শো...এইগুলাও মানুষ মূল্যবান সময় নষ্ট কইরা দেখে! অসহ্য!!!
● নাটক দেখার চেষ্টাও কর্লাম...ভয়াবহ অবস্থা! "গুলশান এভেনিউ" নামে একটা নাটক দেখার জন্য বাসার মেয়েরা পাগল! আমি একদিন দেখতে বসে দেখি হিন্দি সিরিয়ালের বাংলা ভার্সন! সকালে উইঠা রিজেন্সি হোটেলে ব্রেকফাস্ট করতে যায়! রাগে মাথার চুল ছিড়তে ইচ্ছা করে আমার। আমরা এইগুলা কি দেখি সারাক্ষন??
● ফারুকির নাটক নিয়া কিছু বলার মুড নাই...
আমি আসলে টিভি দেখিনা তেমন একটা বাসায় থাকলে কম্প্যুটারেই বসে থাকি বেশিরভাগ সময়... আর দিনের বেলা বাসায় থাকা হয় কম সো দিনের প্রোগ্রামগুলা দেখিইনাই কোনোদিন।
আরো মনে পড়লে পরে এ্যাড করবোনে...
আমার মাথা মনে হয় ঠিক নাই...