তাই ঠিক করলাম একখান টেকি পুস্ট ঝাইড়া দেই।
আজকে আমি আপনাদের গুগলের পিকাসা ইমেজ ম্যানেজার নিয়া কিছু জ্ঞান(!) দিব।
এম্নিতে গুগল তো বস পাব্লিকের আখড়া আমরা সবাই জানি... কিন্তু ডেস্কটপ সফটওয়্যার মনে হয় না বানায় (ভুল কইলে নিজগুনে মাফ চাইয়া নিয়েন...থুক্কু কইরা দিয়েন)।
যাউজ্ঞা যা কইতেছিলাম...পিকাসা। কি জানি কমু ভাবসিলাম... ও হ্যা এইটা একটা ফাটাফাটি সফটওয়্যার। ক্যান?
কারনঃ
১। ফাটাফাটি ইন্টারফেস (এই ব্যাপারে কোনো তর্ক নাই!)
২। ইমেজ কালেকশান করা যায়।
মানে অনেকগুলা ফোল্ডার একসাথে বান্ডিল কইরা রাখার মত একটা ব্যাপার।
৩। ফাটাফাটি সিম্পল স্লাইড শো।
৪। ইমেজ লেবেল করা যায়।
এইটা অনেকটা ট্যাগ এর মত কাজ করে। ধরেন একই ইমেজে আপ্নের ভাইগ্নাও আছে আবার আপনের ইয়েও আছে। আপনি চাইলেন ইমেজ টা আপ্নের ভাইগ্নার ফোল্ডারে থাকুক। আবার আপ্নের ইয়ের ফোল্ডারেও কিন্তু ছবিটা থাকা বাঞ্চনীয়! এই অবস্থায় কি করবেন? একি ইমেজ দুইটা আলাদা ফোল্ডারে রাখবেন তাইনা? এইরকম ২০০ ছবি থাকলে কি করবেন?
পিকাসাতে ইমেজ লেবেল কইরা রাখলে আপ্নে একই ইমেজে অনেকগুলা লেবেল লাগাইতে পারবেন। এতে একই ইমেজ আলাদা আলাদা কালেকশনে থাকবে। (এক্ষন প্লাস টিপি দেন!)
৫। কালার দিয়া ইমেজ সার্চ।
এইটা মনে হয় আর কোনো সফটওয়্যারে নাই। বিষয় হইল গিয়া ধরেন আপনে শুধু লাল রঙ বেশি ওয়ালা ইমেজ গুলা দেখতে চান বা শুধু সাদাকালো ছবি দেখতে চান অথবা চাইলেন লাল আর সবুজ রং ওয়ালা ছবি গুলা দেখবেন। এইটা করার জন্য সার্চে গিয়া টাইপ করেন color: red (লাল ছবির জন্য) অথবা color: gray (সাদাকালো) color: red + color:green (লাল+সবুজ)।
৬। টাইমলাইন
এইটা অনেকটা ক্রিকেটের স্কোরকার্ডের মতো। এইটা পিকাসার সব ফোল্ডার গুলারে এক লাইনে সাজায়া দিবে প্লাস নীচে একটা হিস্টগ্রাম দেখাবে অই ফোল্ডার গুলার কোন্টাতে কত ছবি আছে। যেই ফোল্ডারের রান যত বেশি সেইটার মাথা তত উচা দেখাবে।
আরো লিখতাম...থাউকগা পরে লিখবো
_________________
এডিট: আসল কথাই কইনাই...গুগলের আর সবকিছুর মতো এইটাও ফ্রি!
ডাউনলোড করেন এইখান থেইকা।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৯