আমি বই ডাউনলোড কইরা কইরা একজন বিশাল বিদ্বান হইতে চাই(যদিও ভার্সিটির বই ছাড়া বাকী বইগুলান পড়া হয়না)।







library.nu সাইট টাতে নাকি অনেক কামের বই পাওয়া যায়।
মাগার এইখানে নতুন রেজিঃ বন্ধ।






এখন কেমনে কি করমু??





আমার ভার্সিটি থেকে এইবার অনেক গুলান বই রেফার করসে, যেইগুলান কুনো সাইটে পাইলামনা








অনেক দোস্ত-বন্ধু গো কাছে এইকথা কইয়া কইলাম, তোগো আগের রেজিঃ করা থাকলে আমারে পাসওয়ার্ড টা দে














একজন তো আইসা কইলো এই লও দুস্ত ,ঐ সাইটের থাইক্যা এইখানে কামের জিনিষ আছে







আমি তো মহাখুশ











আমি খুজি পড়াশুনার লাইন আর ওয় আমারে দেয় শুইয়া পড়ার লাইন





এখন পারলে আমারে কেউ একটা আই,ডি আর পাসওয়ার্ড দেন।বিশ্বাস করেন , কুনো দুই নাম্বারী করমু না।





আর যদি না দেন , তাইলে কইলাম আমি নকল কইরা পাশ কইরা ভূয়া ইন্জিনিয়ার হমু









তখন চুশীল রা কিসু কইলে কইলাম , পিটামু




ভাই দেশ ও দশের লাইগ্যা হইলেও দ্যান।



