ভাইরে দুষ্কের কথা আর কি যে কমু???





গত বছর গেছিলাম এক দোস্তের বাসায়, হের আবার একখান বইন আছিলো। যাইয়া কইলাম আপু খিদা লাগসে, খাইবার দাও



হেতে কইত্তর ১০ মিনিটের মধ্যে, একখান রুটির উপর কিছু ডালপালা সমেত কি জানি আইনা দিল। খাইয়া কিন্তু ভালাই লাগলো। জিগাইলাম আপুমনি এইডা কি জিনিস?????
উনি আমার দিকে এমনে তাকাইলো যেন চোখ দিয়া কইতে চাইলো ,( ঐ ক্ষ্যাত ,কইত্তন উইঠা আইসত???) কিন্তু হাসি মুখে জবাব দিল এইটা পিৎজা।
আমি মনে মনে কইতে লাগলাম , হায় আল্লাহ, এইডারে যদি পিৎজা কয়, তাইলে পিৎজা হার্ট, ডমিনোস ওরা পিৎজা বইলা আমারে কি খাওয়াইলো








তো এর পরেই আমার পিৎজা বানাইয়া খাওনের তীব্র আকাংখা জন্মাইলো।
মাগার ওভেন পামু কই????





গেলাম বায়তুল মুকাররমের ইলেকট্রনিক্স মার্কেটে , যাইয়া কইলাম মাম্মা পিৎজা খামু ওভেন দাও।
মাম্মা ৯০০০ টাকার বিনিময়ে একখান বাক্স ধরাইয়া দিল, আর কহিল ভাইগনা তুমি এইডা লইয়া যাও পিরথিবীর তাবৎ খাওন পাইবা এই বাক্সর ভিতরে। আমিও মনের সুখে গান গাইতে গাইতে আইসা পড়লাম।
মাগার কয়দিন পর বানাইতে যাইয়া দেহি, ওমা এতো দেহি খালি গরম হয়।








পরে বুঝলাম ঐটারে নাকি ওভেন কয়। ব্যাটা আমারে মাইক্রোওয়েভ ওভেন এর নাম দিয়া হুদা ওভেন ধরাইয়া দিছে





কন তখন ব্যাটারে কি করবার মন চায়।



তারপর মায়ের গালি



তা কয়দিন আগে গুলশান মার্কেটে যাইয়া দেহি, ফ্রিজের ভিতর গোল গোল বল সাবানের মতন কি জানি। ব্যাটারে জিগাইতেই কইলো ঐটারে নাকি মোজারিলা চীজ কয়। ঐ টা দিয়া নাকি পিৎজা বানায়। শুইনা আমার বানাইয়া পিৎজা খওনের সুপ্ত (যেইটারে কবর দিছিলাম) ইচ্ছা টা আবার চাগান দিয়া উঠলো।
আমি দোকানদাররে কইলাম, ও মাই গড( ও মুইর খুদা)












তাই এইবার ডিসিশন নিছি যে, আমার ১৮০ টাকা বৃথা যাইতে দিমুনা।
একখান মাইক্রোওয়েভ ওভেন কিনুম।
তাই আপনারা যারা এইমাল চালাইছেন, এখন তাড়াতাড়ি কন কোন মডেলের কুনটা কিনুম। আমি আগে একবার ধরা খাইছি



