অনাদিকাল থেকেই আকাশের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের আগে আকাশের তারকারাজি দেখে অন্ধকারে মানুষ পথ চলতো। মহাসমুদ্রের বুকে দিক হারা নাবিক তার দিক খুঁজে পেত আকাশের গ্রহ নক্ষত্রের সাহায্যে। মহাকাশ বিজ্ঞানীদের আকাশ নিয়ে প্রশ্নের শেষ নেই। কল্পনার ভেলায় ভেসে আমাদের কবি মন আকাশে মেঘেদের মেলা দেখতে পায়। কত সহস্র কবিতা যে বিভিন্ন ভাষায় আকাশ নিয়ে লেখা হয়েছে তার ইয়ত্তা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন;
আকাশে যুগল তারা
চলে সাথে সাথে
অনন্তের মন্দিরেতে
আলোক মেলাতে।
কবি জীবনানন্দ দাস লিখেছেন;
কি কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ:
তার প্রেম ঘাস হ’য়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস:
বাতাসের ওপারে বাতাস—
আকাশের ওপারে আকাশ।
আকাশ নিয়ে অনেক গানও আছে। বাংলা, ইংরেজি হিন্দি এই তিন ভাষার কিছু গান নীচে দিলাম যে গানগুলিতে আকাশের কথা আছে।
আকাশ নিয়ে বাংলা গানঃ
১। আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে - চিত্রা সিং
২। আকাশ ভরা সূর্য তারা - রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাস
৩। নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি - খন্দকার ফারুক আহমেদ
৪। আসমানে যাইও না রে বন্ধু - পাগল হাসান
৫। আসমান সুন্দর জমিন সুন্দর - রাইশা
৬। আকাশের হাতে একরাশ নীল বাতাসের আছে কিছু - আঞ্জুমান আরা বেগম
৭। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই - সুয়াম, সাধনা সারগাম
৮। আকাশ এতো মেঘলা যেও না কো একলা - সতিনাথ
৯। আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইবো কথা - নাহিদ নিয়াজি
১০। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে- এন্দ্রু কিশোর এবং রিজিয়া পারভিন
১১। এ আকাশকে সাক্ষী রেখে - খুরশিদ আলম এবং সোহাগ
১২। আকাশে সূর্য আছে যত দিন - আশা ভোশলে
১৩। আকাশ আমায় ভরলো আলোয় - রবীন্দ্রসঙ্গীত - জয়তি চক্রবর্তী
১৪। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে - নির্মলা মিশ্র
১৫। তৃষিত আকাশ কাঁপে রে - নজরুল সঙ্গীত - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৬। আকাশে হেলান দিয়ে - নজরুলগীতি - ফিরোজা বেগম
১৭। আকাশ কেন ডাকে - কিশোর কুমার
১৮। আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘ - মান্না দে
১৯। একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক - ভুপেন হাজারিকা
২০। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে - লতা মঙ্গেশকর
২১। ও আকাশ প্রদীপ জ্বেলো না - হেমন্ত মুখোপাধ্যায়
২২। এক আকাশ তারা
২৩। আকাশ কাঁদে বাতাস কাঁদে
২৪। আকাশ আজ ছড়িয়ে দিলাম - নজরুলগীতি - অনুপ ঘোষাল
২৫। ও আকাশ সোনা সোনা এ মাটি - হেমন্ত মুখোপাধ্যায়
আকাশ নিয়ে হিন্দি গানঃ
১। নীলা আসমান - অমিতাভ বচ্চন
২। শো গায়া ইয়ে জাহা শো গায়া আসমা
৩। নীলে নীলে আম্বার পার চাঁদ যাব আয়ে - কিশোর কুমার
৪। নীলে আম্বার কে দো ন্যায়না - কিশোর কুমার
৫। ইয়ে নিলে গাগানকে তালে - মাহেন্দ্র কাপুর
আকাশ নিয়ে ইংরেজি গান
১। গুড বাই ব্লু স্কাই - পিঙ্ক ফ্লয়েড
২। লুসি ইন দা স্কাই - বিটলস
৩। রিবন ইন দা স্কাই - স্টিভি ওয়ান্ডার
৪। ভেনিলা স্কাই - পল ম্যাককারটনি
৫। সি দা স্কাই এবাউট টু রেইন - নেইল ইয়াং
আশা করি কিছু গান সবারই ভালো লাগবে। আমার গানের পোস্টগুলির লিঙ্কগুলি নীচে দিলাম। আশা করি সঙ্গীত প্রেমীদের কাজে লাগবে।
হৃদয়/বুক/মনকে প্রাধান্য দেয়া হয়েছে যে গানগুলিতে
সাগর বা সমুদ্র নিয়ে কয়েকটি প্রিয় গান
আমার প্রিয় কিছু ইংরেজি গান
পুরানো দিনের বাংলা সিনেমার চির সবুজ কিছু গান
পথ নিয়ে কিছু গান
মা আর সন্তানের ভালোবাসা নিয়ে গান
নদী নিয়ে আমার প্রিয় ১০ টি গান
মান্না দের কয়েকটি বিখ্যাত হিন্দি গান
ভিনদেশী গানের সুরের আদলে রবীন্দ্রসঙ্গীত
রবীন্দ্রনাথের কবিতায় সুরারোপ করে গান এবং রবীন্দ্রসঙ্গীতের সুরে ভিন্ন ভাষায় গান
ছবিঃ ডি এম পি নিউজ
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:১৬