কোন লেখা ভাষান্তর করা অনেক সময় বেশ কঠিন কাজ। এক ভাষার ভাবকে অনেক সময় অন্য ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। সেই ক্ষেত্রে ভাবানুবাদের আশ্রয় নিতে হয়। ভাষা নিয়ে ভাবতে ভাবতে কিছু ভাবনা আমার মাথায় এলো। সেগুলিই প্রকাশের চেষ্টা করলাম নীচে;
অনেক বাংলা শব্দের উপযুক্ত ইংরেজি শব্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। যেমন, যদি বলি নীচের বাক্যগুলিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন সেই ক্ষেত্রে অনেকেই আমার মত বিপদে পড়তে পারেন;
১। অভিমানি তুমি কোথায় হারিয়ে গেছ।
২। শায়লা জীবনসঙ্গী হিসাবে একজন সুদর্শন ঘর জামাই চায়।
৩। আমার গায়ে হলুদে খুব মজা হয়েছিল।
৪। নুরের সাথে চাপাবাজিতে কেউ পারে না।
৫। শালী দুলাভাইয়ের সম্পর্ক বেশ মজার হয়।
৬। মরিচ খেয়ে আমার খুব ঝাল লেগেছে।
৭। তার কৃতঘ্নতা আমাকে বিস্মিত করেছে।
৮। বাঙ্গালীরা ফাঁকিবাজ না।
৯। তার একটা মুদ্রাদোষ আছে।
১০। ব্লগে কেউ কারও গুরু বা শিষ্য না।
অধিক বর্ণযুক্ত কিছু বাংলা শব্দ বলতে পারবেন? অর্থাৎ অনেক লম্বা কোন শব্দ যেটাতে বর্ণ বেশী আছে। যেমন বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণকান্তের উইল উপন্যাসে ‘প্রফুল্লনীলোৎপলদলতুল্য’ শব্দটি ব্যবহার করেছেন। যার অর্থ হোল নীল জলপদ্মের তরুণ পাপড়ির ন্যায়। এই শব্দ অভিধানে না থাকলেও বঙ্কিমচন্দ্রের উপন্যাসে এই ধরনের আরও কিছু শব্দ আছে যেগুলি ওনার নিজের বানানো শব্দ। এগুলির অর্থ আমি জানি না। কেউ জানলে দয়া করে জানাবেন। যেমন হুক্কার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র লিখেছেন;
“হে, হুঁক্কে! হে আলবলে! হে কুণ্ডলাকৃতধূমরাশিসমুদ্গারিণি! হে ফণিনীনিন্দিতদীর্ঘনলসংসর্পিণি! হে রজতকিরীটমণ্ডিতশিরোদেশসুশোভিনি! কিবা তোমার কিরীটবিস্রস্ত ঝালর ঝলমলায়মান! কিবা শৃঙ্খলাঙ্গুরীয় সম্ভুষিতবঙ্কাগ্রভাগ মুখনলের শোভা। কিবা তোমার গর্ভস্থ শীতলাম্বুরাশির গভীর নিনাদ! হে বিশ্বরমে! তুমি বিশ্বজনশ্রমহারিণী, অলসজনপ্রতিপালিনী, ভার্যাভর্ৎসিতজনচিত্তবিকারবিনাশিনী, প্রভুভীতজনসাহসপ্রদায়িনী! মূঢ়ে তোমার মহিমা কি জানিবে? তুমি শোকপ্রাপ্ত জনকে প্রবোধ দাও, ভয়প্রাপ্ত জনকে ভরসা দাও, বুদ্ধিভ্রষ্ট জনকে বুদ্ধি দাও, কোপযুক্ত জনকে শান্তি প্রদান কর। হে বরদে! হে সর্বসুখপ্রদায়িনি! তুমি যেন আমার ঘরে অক্ষয় হইয়া বিরাজ কর। তোমার সুগন্ধ দিনে দিনে বাড়ুক! তোমার গর্ভস্থ জলকল্লোল মেঘগর্জনবৎ ধ্বনিত হইতে থাকুক! তোমার মুখনলের সহিত আমার অধরৌষ্ঠের যেন তিলেক বিচ্ছেদ না হয়।”
-বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
এছাড়া আরও কিছু কঠিন শব্দ বঙ্কিমচন্দ্র নিজে তৈরি করেছেন। যেমন;
১। বিষমোজ্জলাবিভাসিতলোচনপ্রান্তে (কপালকুণ্ডলা)
২। ধন্বন্তরিভাণ্ডনিঃসৃত (কৃষ্ণকান্তের উইল)
৩। মদনমদোন্মদহলাহলকলসীতুল্য (কৃষ্ণকান্তের উইল)
৪। মন্দারঘর্ষণপীড়িতবাসুকিনিশ্বাসনির্গত (কৃষ্ণকান্তের উইল)
৫। ভার্যাভর্ৎসিতজনচিত্তবিকারবিনাশিনী
৬। সরস্বতীচরণকমলদলবিহারিণীগুঞ্জনমত্তমধুব্রত। অর্থ – সরস্বতীর চরণ –পদ্ম –পাতায় বিচরণকারী গুঞ্জনরত মৌমাছি।
এছাড়াও আরও কিছু বড় শব্দ বাংলা ভাষায় আছে। যেমন;
১। কিংকর্তব্যবিমূঢ় । অর্থ- র্কতব্য স্থির রিতে অক্ষম এমন।
২। অঘটনঘটনপটীয়সী । অর্থ- অসাধ্য সাধনে পটু (স্ত্রীবাচক শব্দ)।
৩। নিশীথবনভ্রমণবিলাসিনী অথবা নিশীথবনবিলাসিনী । অর্থ – নিশিথে বন ভ্রমণে যেতে চায় যে নারী
৪। অদ্যভক্ষ্যধনুর্গুণ
৫। অবাঙমনসগোচর । অর্থ - বাক ও বোধশক্তির অতীত, ভাষায় প্রকাশ করা যায় না এমন, অচিন্তনীয়।
৬। ভীণষউজ্জলোচনপ্রাণ। অর্থ - চোখগুলো জ্বলজ্বল করছে।
৭। অখণ্ডমন্ডলাকার । অর্থ - সম্পূর্ণ গোলাকার
৮। কদম্বগোলকন্যায় । অর্থ - কদম ফুলের মত গোল
৯। উষ্ট্রকণ্টকভোজনন্যায় । অর্থ - উট যেমন মুখ কেটে ছড়ে গেলেও বাবলাকাঁটা চেবাতে থাকে, থামতে চায়না,তেমন।
১০। গড্ডালিকাপ্রবাহ – অর্থ - হুজুগে মেতে যাওয়া।
১১। নাতিশীতোষ্ণমন্ডলানুরূপ । অর্থ – নাতিশীতোষ্ণ মণ্ডলের অনুরুপ
১২। দক্ষিণায়নান্তবৃত্তসম্বন্ধীয়
১৩। ষট্চত্বারিংশত্তম
১৪। প্রত্যুৎপন্নমতিত্ব - অর্থ- উপস্থিত বুদ্ধির প্রয়োগ।
নীচের ইংরেজি শব্দেগুলিকে এক শব্দে বাংলায় অনুবাদ করুন;
1। Network
2। Dustbin
3. Flirt
3। Toothpaste
5. Sunglass
6. Cleavage
8. Icecream
9. Pencil
10. Crush (প্রেম/ ভালোবাসা সংক্রান্ত)
11. Stereotype
12. Typical
একটা মাত্র বর্ণ দিয়ে বাংলা শব্দ আছে কয়েকটা। যেমন;
১। ধী । অর্থ – বুদ্ধি, জ্ঞান, মেধা
২। খ । অর্থ – আকাশ
৩। ন । অর্থ – নয় অথবা নতুন ( ন-বউ) অথবা সেজোর পরে (ন-মামা)
৪। ভ । অর্থ – গ্রহ
এই ব্লগে অনেকের নিক উচ্চারণ করতে গিয়ে দাঁত ভাঙ্গার মত অবস্থা হয়। যেমন একজন গায়ক, তরুণ, প্রেমিক ব্লগার আছেন যার নিক নাম হোল ‘নিবর্হণ নির্ঘোষ’। পরীক্ষার আগের দিন পড়ার চাপ ভোলার জন্য প্রেমিকাকে নিয়ে গান লিখে ফেলেন। আর কোন সহজ নাম খুঁজে না পেয়ে সম্ভবত এই ধরণের ‘দাঁত ভাঙ্গা’ নাম রেখেছেন তিনি। উচ্চারণ করতে গিয়ে কারও দাঁত ভেঙ্গে গেলে ব্লগ কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই ব্যাপারে আমি নিশ্চিত।
সুত্র – বাংলা অভিধান এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাস সমুহ
ছবি – Bangla Quotes
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৮