পৃথিবীতে সাগর বা সমুদ্র নিয়ে কত গান আর কবিতা যে রচিত হয়েছে তার হিসাব নাই। কখনও সাগরের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আবার কখনও উপমা হিসাবে সাগর বা সমুদ্র কবিতা এবং গানে এসেছে। পাহাড়, নদী, বনভুমি যেমন মানুষকে আকৃষ্ট করে একইভাবে সাগরের তীরও আমাদের মন ভালো করার একটা উৎকৃষ্ট জায়গা। পৃথিবীতে অনেক দেশ আছে যাদের কোন সাগর নেই। সাগর থাকুক বা না থাকুক মানুষ দীর্ঘ ভ্রমণ করে সাগরের সৌন্দর্য দেখার জন্য।
বহু কবিতা আছে সাগর নিয়ে। সব লিখে শেষ করা যাবে না। বাংলা ভাষায় আমাদের দুইজন প্রিয় কবির সাগর নিয়ে দুইটা কবিতা/ গান না উল্লেখ করলেই নয়।
কাজী নজরুল ইসলামের গানঃ
সাগর আমায় ডাক দিয়েছে
মন-নদী তাই ছুটছে ওই।
পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে
বন ডুবিয়ে তাই তো বই॥
তরঙ্গে তাই রাত্রি দিন
গান গেয়ে যাই নিদ্রাহীন
বাজিয়ে ঢেউ-এর বীণ।
বন্যা এনে মায়ার পুরী ভাসিয়ে নাচি তাথই থই॥
গানের লিঙ্ক - সাগর আমায় ডাক দিয়েছে
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা
সমুদ্র
কিসের অশান্তি এই মহাপারাবারে,
সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন!
অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে
শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন।
যুগ-যুগান্তর ধরি যোজন যোজন
ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস--
অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন,
নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ।
আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়
কঠিন পাষাণময় ধরণীর তীরে,
জোয়ারে সাধিতে চায় আপন প্রলয়,
ভাঁটায় মিলাতে চায় আপনার নীরে।
অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা
সতত দুলিছে ওই অশ্রুর পাথার,
উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা,
কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ-সংসার।
সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা
সাধ যায় ব্যক্ত করি মানবভাষায়--
শান্ত করে দিই ওই চির ব্যাকুলতা,
সমুদ্রবায়ুর ওই চির হায় হায়।
সাধ যায় মোর গীতে দিবস রজনী
ধ্বনিতে পৃথিবী-ঘেরা সংগীতের ধ্বনি।
রবীন্দ্রনাথ আর নজরুলের গান/কবিতা ছাড়াও সমুদ্রের কথা অনেক গানে এসেছে। আমার প্রিয় এই ধরণের কিছু গান ব্লগারদের উদ্দেশ্য উপস্থাপন করলাম।
১। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে- শাহনাজ রহমতউল্লাহ
২। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর - শ্যামল মিত্র
৩। সাগরের ঐ প্রান্তরে শুনি - নাসিম আলী খান
৪। ও সাগর এত জল কই পেলি - প্রমিথিউস
৫। সাগর বেলায় এলে কত স্মৃতি মনে পড়ে যায় - সোলস
৬। সাগার কিনারে দিল ইয়ে পুকারে - হিন্দি ছবি - সাগার - কিশোর কুমার এবং লতা মুঙ্গেশকর
৭। সাত সামুন্দার পার ম্যায় তেরে - হিন্দি ছবি - সাধানা সারগাম
৮। কত সাগর পেড়িয়েছি আমি - শুভ্রদেব
৯। ওগো সাগর ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যায় - মিতালি মুখারজি
১০। আই সি আ বোট অন দা রিভার - বনি এম
১১। ওশান ডিপ - ক্লিফ রিচার্ড
১২। এক সাগর রক্তের বিনিময়ে - স্বপ্না রায় - সিনেমা 'ওরা এগারো জন'
১৩। সাগর বেলায় ঝিনুক খোটার ছলে - সন্ধ্যা মুখোপাধ্যায়
১৪। ঐ ঝিনুক ফোটা সাগর বেলা - সামিনা চৌধুরী
১৫। সাগরের সৈকতে কে যেন দূর হতে - শাহনাজ রহমতউল্লাহ - সিনেমার নাম ছুটির ফাঁদে
১৬। হে সাগর যখনই তোমায় দেখি - সন্ধ্যা মুখোপাধ্যায় - সিনেমার নাম অর্পিতা
আশা করি সবাই গানগুলি উপভোগ করবেন।
ছবি- বাংলাদেশ প্রতিদিন
সূত্র- ইউটিউব (বিশেষ করে সোনাবীজ ভাইয়ের ইউটিউব চ্যানেল)
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮