আমার বড় ভাইয়ের হাইস্কুলে পড়ার সময় থেকেই ইংরেজি গান শোনার প্রতি ঝোঁক ছিল। ১৯৮৩ সালের দিকে ঢাকা রেডিওতে ওয়ার্ল্ড মিউজিক বলে একটা অনুষ্ঠান হত প্রতিদিন। ইন্টারনেট ঐ সময় না থাকলেও বিশ্বের শ্রেষ্ঠ ইংরেজি গানগুলি এই অনুষ্ঠানে শোনা যেত। আমার ভাইয়ের কারণে কিছু কিছু গান আমারও ভালো লাগা শুরু করে। পরে সেই গানের ক্যাসেটগুলিও আমার ভাই কিনে আনত। মুলত সুর, রিদম, বিট এসবের কারণে গানগুলি ভালো লাগতো। ইংরেজি গানের অর্থ বুঝতাম না বললেই চলে। সারা বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি গানের জনপ্রিয়তা নির্ণয়ের জন্য চার্ট তৈরি করার কর্তৃপক্ষ আছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্ট সবচেয়ে বেশী পরিচিত।
এই পোস্টে আমার কিছু প্রিয় পুরানো ইংরেজি গানের তালিকে দিচ্ছি যে গানগুলি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মিউজিক চার্টগুলিতে প্রথম স্থানে ছিল একটানা এক থেকে একাধিক সপ্তাহ। অসংখ্য ইংরেজি গানের মধ্যে এই গানগুলি এ্যালবাম বিক্রি বা দর্শক জনপ্রিয়তার বিচারে চার্টের শীর্ষে গিয়েছে ঐ সময়। চার্টের বাইরেও কিছু গান ভালো লাগতো বা লাগে। আশা করি ব্লগারদের নীচের কিছু গান অন্তত ভালো লাগবে।
১লেট ইট বি - বিটলস
লেট ইট বি - পল ম্যাককার্টনি এবং সমবেত সঙ্গীত
২।কান্ট্রি রোড টেইক মি হোম - জন ডেনভার
৩। ওয়াইল্ড ওয়ার্ল্ড - ক্যাট স্টিভেন
ওয়াইল্ড ওয়ার্ল্ড - ম্যাক্সি প্রিস্ট
৪। কনগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন - ক্লিফ রিচার্ড
৫। সান শাইন রেইগে - লেইড ব্যাক
৬। বাফালো সোলজার - বব মারলি এন্ড ওয়েইলারস
৭। ডাউন আন্ডার - মেন অ্যাট ওয়ার্ক
৮। ডোন্ট ওয়ারি বি হ্যাপি - ববি ম্যাক ফেরিন
৯। নিউ কিড ইন টাউন - ঈগলস
১০। হাণ্ডি ম্যান - ডেল শানন
১১।মানি ফর নাথিং - ডায়ার স্ত্রেইটস
১২। প্যারাডাইস আইল্যান্ড - জর্জ বেকার সিলেকশন
১৩। আটলান্টিস ইজ কলিং এস ও এস - মডার্ন টকিং
১৪। কেচ আপ সং - লাস কেচাপ
১৫। দা এন্ড অব দা ওয়ার্ল্ড - কারপেনটারস
১৬। দোজ ওয়ের দা ডেইজ - ম্যারি হপকিনস
১৭। বারবি গার্ল - একুয়া
১৮। হ্যাজার্ড - রিচার্ড মার্ক্স
১৯। অ্যানাদার ডে ইন দা প্যারাডাইস - ফিল কলিন্স
২০। রেড রেড ওয়াইন - ইউ বি ৪০
২১। লা ইসলা বনিতা - ম্যাডোনা
২২। লেডি ইন রেড - ক্রিস ডি বার্গ
২৩। ম্যানিক মানডে - ব্যাংগলস
২৪। লাভার বয় - বিলি ওশেন
২৫। চেরিশ - কুল এন্ড দা গ্যাং
২৬। কারমা ক্যামেলিওন - কালচার ক্লাব
২৭। হ্যালো - লিওনেল রিচি
২৮। সে সে সে - পল ম্যাককার্টনি এবং মাইকেল জ্যাকসন
২৯। ফিজিকাল - অলিভিয়া নিউটন জন
৩০। অল আউট অব লাভ - এয়ার সাপ্লাই
৩১। ট্রাজেডি - বি জিস
৩২। শেডো ড্যান্সিং - এন্ডি গিবস
৩৪। সুলতানস অব সুইং - ডায়ার স্ত্রেইট
৩৫। অ্যানাদার ব্রিক ইন দা ওয়াল - পিঙ্ক ফ্লয়েড
৩৬। ফাঙ্কি টাউন - লিপস ইনক
৩৭। আই অব দা টাইগার - সারভাইভর
৩৮। এবোনি এন্ড আইভরি - পল ম্যাক কার্টনি এবং স্টিভি ওয়ান্ডারস
৩৯। গ্লোরিয়া - লরা ব্র্যানিগান
৪০। বিলি জিন - মাইকেল জ্যাকসন
৪১। বিগ ইন জাপান - আলফাভিল
৪২। হোয়াটস লাভ গট টু ডু - টিনা টার্নার
৪৩। ওউনার অব আ লোনলি হার্ট - ইয়েস
৪৪। গোসটবাসটারস - রে পার্কার জুনিয়র
৪৫। ড্যান্সিং ইন দা ডার্ক - ব্রুস স্পিংসটিন
৪৬। সেলফ কন্ট্রোল - লরা ব্র্যানিগান
৪৭। আই জাস্ট কল্ড টু সে আই লাভ ইউ - স্টিভি ওয়ান্ডার
৪৮। হোটেল ক্যালিফোর্নিয়া - ঈগলস
৪৯। লাভ মেশিন - মিরাকল
অ্যাবার গানগুলি (এদের প্রায় সব গানই ভালো লাগে) ;
৫০। ড্যান্সিং কুইন - অ্যাবা
৫১। ফারনান্দো - অ্যাবা
৫২। এস ও এস - অ্যাবা
৫৩। মামামিয়া - অ্যাবা
৫৪। টেইক এ চ্যান্স অন মি - অ্যাবা
৫৫। থ্যাঙ্ক ইউ ফর দা মিউজিক - অ্যাবা
৫৬। ভোলেভুজ - অ্যাবা
৫৭। দা উইনার টেইকস ইট অল - অ্যাবা
৫৮। রিং রিং রিং - অ্যাবা
৫৯। সুপার ট্রুপার - অ্যাবা
৬০। মানি মানি মানি - অ্যাবা
৬১। হানি হানি - অ্যাবা
৬২।ওয়াটার লু - অ্যাবা
৬৩। ডাজ ইউর মাদার নো - অ্যাবা
৬৪। সামার নাইট সিটি - অ্যাবা
৬৫। সো লং - অ্যাবা
৬৬। মুভ অন - অ্যাবা
৬৭। আই ডু আই ডু আউ ডু - অ্যাবা
৬৮। হ্যানডি ম্যান - ডেল শানন
৬৯। থিকার দ্যান দা ওয়াটার - এন্ডি গিবস
৭০। রিং মাই বেল - আনিতা ওয়ার্ড
৭১। লাভ ইউ ইনসাইড এন্ড আউট - বি জিস
৭২। লস্ট ইন লাভ - এয়ার সাপ্লাই
৭৩। এভরি উমেন ইন দা ওয়ার্ল্ড - এয়ার সাপ্লাই
৭৪। ওয়েইটিং ফর এ গার্ল লাইক ইউ - ফরেনার
৭৫। সামবডিস ওয়াচিং মি - রকওয়েল
মাইকেল জ্যাকসনের অনেক গানই ভালো লাগেঃ
৭৬। বিট ইট - মাইকেল জ্যাকসন
৭৭। থ্রিলার - মাইকেল জ্যাকসন
৭৮। ওয়ানা বি স্টার্টিং সামথিং - মাইকেল জ্যাকসন
৭৯। ব্যাড - মাইকেল জ্যাকসন
৮০। ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ - মাইকেল জ্যাকসন
৮১। ব্যাড - মাইকেল জ্যাকসন
৮২। ডু ইউ রিয়ালি ওয়ান্ট টু হার্ট মি - কালচার ক্লাব
৮৩। হোয়েন ডাভস ক্রাই - প্রিন্স
৮৪। ক্যারিবিয়ান কুইন - বিলি ওশেন
৮৫। ইনফ্যাচুয়েশন - রড স্টুয়ার্ড
৮৬। ম্যাজিক - দা কারস
জর্জ মাইকেল/ হোয়াম
৮৭। কেয়ারলেস হুইসপারস - জর্জ মাইকেল
৮৮। ওয়েক মি আপ বিফোর ইউ গো গো - হোয়াম
৮৯। লাস্ট ক্রিস্টমাস - হোয়াম
৯০। এভরি থিং শি ওয়ানটস - হোয়াম
৯১। ক্লাব ট্রপিকানা - হোয়াম
৯২। আই এম ইউর ম্যান - হোয়াম
৯৩। ফ্রিডম - হোয়াম
৯৪। হোয়াম রাপ - হোয়াম
৯৫। ব্যাড বয়েস - হোয়াম
৯৬। ইফ ইউ ওয়ের দেয়ার - হোয়াম
৯৭। আ রে অব সানশাইন - হোয়াম
৯৮। ফেইথ - জর্জ মাইকেল
৯৯। টেইক অন মি - আ হা
১০০। এভরি টাইম ইউ গো আওয়ে - পল ইয়াং
১০১। ইজি লাভার - ফিল কলিনস এন্ড ফিলিপ বেইলি
১০২। পার্ট টাইম লাভার - স্টিভি ওয়ান্ডার
১০৩। ওয়ান নাইট ইন ব্যাংকক - মুরে হেড
১০৪। ফ্রেশ - কুল এন্ড দা গ্যাং
১০৫। পেনি লাভার - লিওনেল রিচি
১০৬। সে ইউ সে মি - লিওনেল রিচি
১০৭। টেইক মাই ব্রেদ আওয়ে - বারলিন
১০৮। ভিনাস - ব্যানানারামা
১০৯। ওয়াক অব লাইফ
১১০। টারজান বয় - বালটিমোরা
১১১। ওয়াক লাইক এন ইজিপ্সিয়ান
১১২। আই ওয়ানা ড্যান্স উইথ সামবাডি - হুইটনি হাউসটন
১১৩। নাথিং গনা স্টপ আজ নাউ
১১৪। লা বাম্বা - লস লবস ( মেক্সিকান ফোক গানকে আধুনিক করা হয়েছে)
১১৫। লাম্বাডা - ক্যাওমা ( পর্তুগিজ ভাষার গান)
১১৬। ওনলি ইন মাই ড্রিমস - ডেবি গিবসন
১১৭। টাচ মি - সামান্থা ফক্স
১১৮। রিদম ইজ গনা গেট ইউ - গ্লরিয়া এসটিফ্যান
১১৯। ইজ দিস লাভ - হোয়াইটস্নেক
১২০। নাথিংস গনা চেঞ্জ মাই লাভ ফর ইউ - গ্লেন মেডেইরস
১২১। হেভেন ইস এ প্লেস অন আর্থ - বেলিনডা কারলিসলি
১২১। গ্রুভি কাইন্ড অব লাভ - ফিল কলিন্স
১২২। ক্যান্ডেল ইন দা উইন্ড
১২৩। রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ - রিচার্ড মার্ক্স
১২৪। এভরি থিং আই ডু আই ডু ইট ফর ইউ
১২৫। ইজ দিস লাভ - বব মারলি
১২৬। নো ওমেন নো ক্রাই - বব মারলি
১২৭। জিরোনিমোস ক্যাডিলাক
১২৮। মর্নিং স্কাই - জর্জ বেকার সিলেকশন
১২৯। উনা পালোমা ব্লাঙ্কা - জর্জ বেকার সিলেকশন
১৩০। সান্তা লুসিয়া - জর্জ বেকার সিলেকশন
১৩১। দা উইন্ড - জর্জ বেকার সিলেকশন
১৩২। আ মিলিয়ন মাইলস ফ্রম নো হোয়ের - বেনি স্কট
১৩৩।বিচউড ফোর ফাইভ সেভেন এইট নাইন - কারপেনটারস
১৩৪। পোস্টম্যান - কারপেনটারস
১৩৫। ল্যান্ডস্লাইড - অলিভিয়া নিউটন জন
১৩৬। হার্ট অ্যাটাক - অলিভিয়া নিউটন জন
১৩৭। সেইলিং - রড স্টুয়ারট
১৩৮। সাম গাইজ হ্যাভ অল দা লাক - রড স্টুয়ার্ট
১৩৯। প্লিজ ফরগিভ মি - ব্রায়ান অ্যাডাম ১৪০। লোনলি ইজ দা নাইট - এয়ার সাপ্লাই
১৪১। মেকিং লাভ আউট অব নাথিং এট অল - এয়ার সাপ্লাই
১৪২। হ্যাভিং ইউ নিয়ার মি - এয়ার সাপ্লাই
১৪৩।ফাইনাল কাউনট ডাউন - ইউরোপ
১৪৪। আইভ হ্যাড দা টাইম অব মাই লাইফ - বিল মেডলি এবং জেনিফার ওয়ারনস
১৪৫। ম্যান ইটার - ড্যারিল হল এবং জন ওটস
১৪৬। ওয়ান ওয়ে টিকেট টু দা ব্লু - ইরাপশন
ম্যাডোনার প্রায় সব গানই ভালো লাগেঃ
১৪৭। ম্যাটেরিয়াল গার্ল - ম্যাডোনা
১৪৮। লাইক এ ভারজিন - ম্যাডোনা
১৪৯। ট্রু ব্লু - ম্যাডোনা
১৫০। পাপা ডোন্ট প্রিচ - ম্যাডোনা
১৫১। ওপেন ইউর হার্ট - ম্যাডোনা
১৫২। বর্ডার লাইন - ম্যাডোনা
১৫৩। হুজ দ্যাট গার্ল - ম্যাডোনা
১৫৪। ক্রেজি ফর ইউ - ম্যাডোনা
১৫৫। লাকি স্টার - ম্যাডোনা
১৫৬। ড্রেস ইউ আপ ইন মাই লাভ - ম্যাডোনা
১৫৭। বারনিং আপ - ম্যাডোনা
১৫৮। গ্যামলার - ম্যাডোনা
১৫৯। ইনটু দা গ্রুভ - ম্যাডোনা
১৬০। লাইক এ প্রেয়ার - ম্যাডোনা
১৬১। ওভার ওভার - ম্যাডোনা
১৬২। এভরি বডি - ম্যাডোনা
১৬৩। হলিডে - ম্যাডোনা
বনি এমের অনেক গান ভালো লাগেঃ
১৬৪। রিভার্স অব বেবিলন
১৬৫। মা বেকার - বনি এম
১৬৬। রাসপুটিন - বনি এম
১৬৭। হুররে হুররে ইটস হলি হলি ডে - বনি এম
১৬৮। বাহামা বাহাম মা মা - বনি এম
১৬৯। পেইন্টার ম্যান - বনি এম
১৭০। এল লুটে - বনি এম
১৭১। গটা গো হোম - বনি এম
১৭২। মা বেকার - বনি এম
১৭৩। হ্যাপি সঙ - বনি এম
১৭৪। ড্যাডি কুল - বনি এম
১৭৫। আই সি আ বোট অন দা রিভার - বনি এম
১৭৬। সানি - বনি এম
১৭৭। কালিন্বা ডি লুনা - বনি এম
১৭৮। ব্রাউন গার্ল ইন দা রিং - বনি এম
১৭৯। স্টামলিন ইন - সুজি কুয়ারটো এবং ক্রিস নরমান
১৮০। স্টেইন অ্যালাইভ - বি জিস
১৮১সুগার সুগার - আর্চিজ
১৮২। ম্যাডোনা আইজ - জেইন কলিন্স
১৮৩। লাভ অব দা কমন পিপল - পল ইয়াং
১৮৪। আই হার্ড আ প্যারাকিট ইন দা গার্ডেন টকিং টু দা মাস্টার এলন
১৮৫। নেভার গনা গিভ ইউ আপ - রিক এসটলি
১৮৬। টেইক ইট ইজি - ঈগলস
১৮৭। এভরি ব্রেথ ইউ টেইক - দা পুলিস
১৮৮। ইট মাস্ট হ্যাভ বিন লাভ - রক্সেটি
১৮৯। সেক্রিফাইস - এলটন জন
১৯০। রেডিও গা গা
১৯১। হাউ ডিপ ইজ ইউর লাভ - বি জিস
১৯২। ওয়ার্ড ডোন্ট কাম ইজি - এফ আর ডেভিড
১৯৩। দা বক্সার - সায়মন এন্ড গারফাঙ্কেল
১৯৪। টুগেদার ইন ইলেকট্রিক ড্রিম - জন ক্যারি
১৯৫। ড্রিম ড্রিম ড্রিম - এভারলি ব্রাদারস
১৯৬। ডোন্ট ক্রাই জণি - কনওয়ে টুইটি
১৯৭। Bangladesh - George Harrison
১৯৮। গিভ মি ইউর হার্ট টু নাইট - শেইকিন স্টিভেন
১৯৯। বিকজ আই লাভ ইউ - শেইকিন স্টিভেন
আশা করি ব্লগারদের কিছু গান ভালো লাগবে।
সুত্র- উকিপিডিয়া এবং ইউটিউব, ছবি - popmatters
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৫