আমার মনে হয় পৃথিবীর ৯৯% গানই নর নারীর প্রেম নিয়ে। তারপরও অনেক গান সৃষ্টি হয়েছে নদী, বৃষ্টি, পাহাড়, সমুদ্র নিয়ে। এই পোস্টে বেশী কিছু না লিখে আমার কয়েকটা প্রিয় নদীর গানের ভিডিও দিচ্ছি ব্লগারদের জন্য। আশা করি সবাই উপভোগ করবেন এবং আমার তালিকার বাইরেও অনেকে নদী নিয়ে আরও গান যুক্ত করবেন। যাদের গাঁজার কল্কে প্রিয় তারা গান শোনার আগে কল্কেতে টান দিলে গানগুলি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন।
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
১। ও নদীরে তুই যাস কোথায় রে - রেনেসা ব্যান্ড
২। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে - হেমন্ত মুখোপাধ্যায়
৩। গঙ্গা মোর মা - ভুপেন হাজারিকা
৪। ওগো নদী আপন বেগে পাগল পারা - রবীন্দ্রসঙ্গীত
৫। পদ্মার ঢেউ রে
কথা ও সুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
কন্ঠ: জাকির হোসেন লিমন
৬। কীর্তনখোলা নদীরে আমার - চাইম ব্যান্ড
৭।এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে- কনক চাঁপা (মূল শিল্পী ফরিদা পারভিন)
৮। এই কীর্তিনাশার তীরে বাইন্ধা ছিনু ঘর - সোলস
৯। সর্বনাশা পদ্মা নদী - শিল্পী- আব্দুল আলীম,কথা ও সুরঃ আব্দুল লতিফ
১০। এ নদী এমন নদী, জল চাই একটু যদি - মান্না দে
১১। কাজল নদীর জলে ভরা ঢেউ - তরুণ বন্দ্যোপাধ্যায়
সুত্র- ইউটিউব
ছবি- samakal.com
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯