ব্লগার স্বপ্নবাজ সৌরভ কয়েকদিন আগে একটা শব্দজট দিয়েছিলেন। ওনার দেখাদেখি আমিও একটা শব্দজট দিলাম। এই শব্দ জটের বৈশিষ্ট্য হোল যে এখানে ব্লগারদের নিক ব্যবহার করা হয়েছে। অনেক ব্লগারের নিকে একাধিক অংশ আছে। সেই ক্ষেত্রে যে কোন একটা অংশ ব্যবহার করা হয়েছে। ছবিটা ভালো ভাবে দিতে পারলাম না। ব্লগার অপু imgur.com সাইটের সাহায্য নিয়ে ছবি বড় করার পদ্ধতি শিখিয়েছেন। কিন্তু অজানা কারণে এই সাইটে আমি ঢুকতে পারছি না।
শব্দজট সমাধানের ইঙ্গিত নীচে দেয়া হোলঃ
পাশাপাশিঃ
১। এই ব্লগারের নাম শুনলে মনে হয় উনি বারো ভুঁইয়ার আত্মীয়।
২। মেয়েদের খুব কদর করেন আবার আবার মেয়েদের সাথে ঝগড়া করে প্রায়ই ম্যানহোলে পড়ে যান এই নিউইয়রক প্রবাসী ব্লগার।
৩। দাঁতভাঙ্গা নাম এই ব্লগারের। এই নামে নাকি মিশরে প্রাচীনকালে একজন ফারাও সম্রাট ছিলেন। ব্লগে নভোনীল-৫ এই মেধাবী ব্লগার লিখেছিলেন বলে দাবি করেন।
৪। দুই অক্ষরে একটা ইংরেজি মাসের নাম।
৫। উনি একজন প্রকাশক, লেখক। নাম শুনলে মনে হয় উনি সাধু বা সন্ন্যাসী।
৬। এই পুরুষ ব্লগারের নাম শুনলে মনে হয় উনি সব সময় স্বপ্নের জগতে থাকেন।
৭। ওনার নামের প্রথম অংশ একটা সংখ্যা আর দ্বিতীয় অংশের অর্থ সারাংশ।
৮। ওনার নিক দেখে মনে হয় কাজী আনোয়ার হোসেনের তৈরি করা একটা বিখ্যাত চরিত্র মনে করেন নিজেকে।
৯। এই প্রবাসী প্রবীণ ব্লগার নিজের ছেলের জন্য ব্লগে পাত্রি খুঁজেছিলেন পোস্টের মাধ্যমে।
১০। যুক্তরাজ্য প্রবাসী রসিক এই ব্লগারের নামের প্রথম অংশের অর্থ মিথ্যা বা অলীক।
১১। অস্ট্রেলিয়া প্রবাসী এই ব্লগারটা পুতুলের মত।
১২। নাম শুনলে মনে হবে উনি একজন যাদুকর।
১৩। ঢ দিয়ে বিদঘুটে একটা নাম। তবে এই ব্লগার চমৎকার গান গাইতে পারেন এবং উনি বেশ রসিক। ব্লগে নভোনীলের একটা পর্ব লিখেছিলেন।
১৪। উনি মনে হয় মডারেটরের সহকারী হতে চান। এই ব্লগার ব্লগারদের পোস্ট সমুহের উপর গবেষণা করে প্রতি মাসে একটা করে পোস্ট দিচ্ছেন।
১৫। এই ব্লগারের নাম শুনলে মনে হবে ওনার গোফ আছে। কিন্তু আসলে নামের অর্থ হোল ক্ষমা।
১৬। পুরাতনের বিপরীত।
১৭। পদার্থ বিজ্ঞানে ‘হিগস বোসন’ নামে মৌলিক কণার অস্তিত্ব ২০১২ সালে প্রমাণিত হয়। ইংরেজিতে এটাকে গড পারটিকেল বলে। ওনার নিকের সাথে এটার মিল আছে।
১৮। এই ব্লগারের পোস্টের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর পাশে ব্লগাররা দাঁড়িয়েছিল।
১৯। দেয়াল পত্রিকার আরেক নাম। নামের দ্বিতীয় অংশ ব্যবহার করা হয়েছে।
২০। সর্বকালের সেরা বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। তাছাড়া এই নিকের প্রথম অংশ হোল কাজ বা শক্তির একক।
২১। এই নিকের অর্থ দাড়ায় উপমা ধোয়া সন্ন্যাসী।
২২। নামের শেষে মা আছে। ওনার সাজ গোঁজের কারণে বাজারে আটা, ময়দা, সুজির দাম বেড়ে গেছে। ওনার কণ্ঠে রাগ রাগিণী ভরা। তাই ফাঁকা মাঠ ছাড়া গান গাওয়া বারণ আছে ওনার গুরুজির।
২৩। ই দিয়ে শুরু হয়েছে ওনার নিক। ব্লগে উনি একজন উঁচু মানের গল্পকার এবং কবি। সম্ভবত যশোর থাকেন।
২৪। সিলেটে ত্রান বিতরনের সময় একজন হৃষ্টপুষ্ট সানগ্লাস পড়া লোককে দেখা গেছে। উনিই সেই ব্যক্তি। ব্লগে ওনাকে সবাই সমীহ করে চলে।
২৫। একজন নিপাট ভদ্রলোক। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাশাপাশি সাহিত্য চর্চা করেন। ওনার প্রত্যেকটি পোস্ট অত্যন্ত উঁচু মানের। ব্লগীয় আদব কায়দা ওনার কাছ থেকে শেখা যেতে পারেন। ব্লগে হাতে গোনা কয়েকজন শ্রদ্ধেয় ব্যক্তির মধ্যে উনি প্রথম সারিতে আছেন।
২৬। ১৫ পাশাপাশির অনুরুপ।
২৭। ওনার মত ধর্মীয় পোস্ট মনে হয় ব্লগে আর কেউ দেয়নি।
উপর নীচ-
১। এই বিখ্যাত ব্লগার ২০১৩ সালে মারা গেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্লগার ছিলেন গীতিকার, কবি এবং লেখক। ১৫০০ পোস্ট করেছেন তিনি।
২। কানাডা প্রবাসী এই জনপ্রিয় ব্লগারের গতবছর একটা বই প্রকাশ হয়েছে।
৩। এই ব্লগার ধাঁধা পছন্দ করেন। গত কয়েকদিনে ৩ টি চমৎকার ধাঁধার পোস্ট দিয়েছেন তিনি। তার আগে কোন পোস্ট নাই ওনার। ইংরেজি দুইটা অক্ষর মিলে ওনার নিক হয়।
৪। অত্যন্ত জনপ্রিয়, সম্মানিত এবং পুরনো একজন ব্লগার। প্রচুর গল্প, কবিতা, ধাঁধা, কৌতুক, গান উনি লিখেছেন। মাঝেমাঝে নিজের গাওয়া গানের ভিডিও দিয়ে থাকেন। সদা রসে টইটুম্বুর থাকেন।
৫। একজন পুরনো ব্লগার। প্রচুর ভালো ভালো কবিতা লিখেছেন। ‘ইচ্ছে করে নয়’ নামে একটা কবিতা ৩০ জুন ২০২২ তারিখে পোস্ট করেছেন।
৬। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলেন এই মহিলা ব্লগার। ইদানিং আবার সামুতে আসছেন।
৭। এই ভদ্রলোকের বয়স সম্ভবত ৭৪ আর ৭৫ এর মাঝামাঝি হবে।
৮। এই নারী ব্লগার উন্নতমানের কবিতা লিখে থাকেন। ‘বাসী বকুলের ঘ্রাণ’ নামে ওনার একটা বই প্রকাশ হয়েছে এই বছর। ব্লগে নভোনীলের ৯ম পর্ব উনি রচনা করেছেন বলে শোনা যায়।
৮ ক। ওনার নিকের একটা অংশের অর্থ সূর্য। রাশিয়ার ললনাদের ব্যাপারে অগাধ জ্ঞান রাখেন।
৯। উনি এক ধরণের ডাকাত। উনি আবার আশ্রম খুলেছেন। ব্লগাররা সেখানে যাওয়ার জন্য উদ্গ্রিব।
১০। ওনার নিকে একটা গাছের নাম আছে যে গাছে সাধারণত বাবুই পাখির বাসা বেশী থাকে।
১১। হঠাৎ ওনার নিক পড়লে মনে হবে উনি কোন কলেজের ছাত্র সংসদের জী এস।
১২। ছবি তোলা আর কবিতা লেখায় এই নারী ব্লগার পারদর্শী।
১৩। এক ধরণের ঝড়।
১৩ ক। ধনাত্মকের বিপরীত।
১৪। পথের পাঁচালির দুর্গার ভাই উনি।
১৫। ওনার নামের একটা অংশ ইসলামের শেষ পগম্বরের নাম। উনি বিখ্যাত লোকদের জন্ম আর মৃত্যু নিয়ে বেশী লিখতেন। এখন ছড়া লেখায় মন দিয়েছেন।
১৬। এই প্রবীণ ব্লগার চারুকলার ছাত্র/ শিক্ষক ছিলেন।
১৭। দেয়াল পত্রিকার আরেক নাম।
১৮। প্রতিবেশী দেশের একজন ব্লগার যিনি সিলেটের বন্যায় সাহায্য করেছেন।
১৯। নিকের মধ্যে মেয়েদের কানের দুল আছে।
২০। প্রবাসী এই ব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
২১। সোনাগাজী সাহেবের স্নেহ ধন্য একজন ব্লগার। কখনও চাপাবাজি কিংবা কপি পেস্ট করেন না।
সুত্র - কোন সুত্র নাই
ছবি- নিজের তৈরি করা ছবি।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৩৩