কৈশোর ও তারুণ্যের মাঝামাঝি বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর
কয়েক দিন আগের পোস্টে কিছু হিন্দি গানের লিংক দিয়েছিলাম যেগুলির সুর রবীন্দ্রসঙ্গীত থেকে ধার করা ছিল। এই পোস্টে কিছু রবীন্দ্রসঙ্গীতের সন্ধান দেবো যে গানগুলির সুর রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য সংগীত থেকে সংগ্রহ করেছিলেন। রবীন্দ্রনাথ তরুণ বয়সে কিছুকাল বিলেতে ছিলেন। পরবর্তী জীবনেও কয়েকবার বিদেশ ভ্রমণ করেছেন। রবীন্দ্রনাথের পরিবারের বয়োজ্যেষ্ঠরাও পাশ্চাত্য সঙ্গীতের সাথে পরিচিত ছিলেন। ফলে অনেক ক্ষেত্রে কোন বিদেশী গান রবীন্দ্রনাথকে আকৃষ্ট করলে তিনি ঐ গানের সুরের আদলে বাংলায় সুর বেঁধেছেন। আমাদের মনে রাখতে হবে যে কৃষ্ণ করলে হয় লীলা আর সাধারণ মানুষ করলে সেটা হয় সীমালঙ্ঘন। রবীন্দ্রনাথ সাধারণ মানুষ ছিলেন না। আর তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশী ভাষার সুরে গান বাঁধলেও এই গানগুলিতে রবীন্দ্রনাথের নিজস্ব মেধার ছাপ ছিল। তাই কেউ দয়া করে কপি রাইট বা plagiarism এর দোহাই দিবেন না। পাশ্চাত্য সংগীত ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের বিভিন্ন ভাষার লোকজ সংগীত, বাউল গান এবং শাস্ত্রীয় সঙ্গীতের সুরকে ব্যবহার করে অনেক বাংলা গান রচনা করেছেন। তবে এই পোস্টে এই ধরণের ভারতীয় ভাষার গান নয় বরং কিছু পাশ্চাত্য গানের উল্লেখ করবো যে গানের সুরগুলিকে রবীন্দ্রনাথ তাঁর বাংলা গানে সফলভাবে প্রয়োগ করেছেন দেশীয় ঢঙে।
১। রবীন্দ্রসঙ্গীত এনেছি মোরা এনেছি মোরা
( রবীন্দ্রনাথের 'বাল্মিকি প্রতিভা' নাটকে ব্যবহৃত হয়েছে)
মূল বিদেশী গান For He's a Jolly Good Fellow
( এটা মুলত একটি ফরাসী ভাষার গান। পরবর্তীতে ইংল্যান্ড ও আমেরিকাতে গানটি ইংরেজিতে গাওয়া হয়।)
২। রবীন্দ্রসঙ্গীত আহা আজি এ বসন্তে রবীন্দ্র সংগীত
এবং
ওহে দয়াময় রবীন্দ্র সংগীত
মূল বিদেশী গান Go Where Glory Waits Thee
( এটা একটা আইরিশ গান)
৩। রবীন্দ্রসঙ্গীত পুরানো সেই দিনের কথা
মূল বিদেশী গান Auld Lang Syne
( এটি একটি স্কটিশ গান)
৪। ফুলে ফুলে ঢলে ঢলে গান
মূল বিদেশী গান Ye Banks and Braes
( এটি একটি স্কটিশ গান)
৫। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
মূল বিদেশী গান Drink to me only with thine eyes
(ইংরেজ নাট্যকার বেন জনসন রচিত গান)
আশা করি আপনারা মূল বিদেশী গান এবং রবীন্দ্রসঙ্গীত উভয় গানই উপভোগ করবেন।
কৃতজ্ঞতাঃ আবু বকর সিদ্দিকি - roar media
সতীদেব ঘোষ; রবীন্দ্রসঙ্গীত বিচিত্রা; তৃতীয় অধ্যায়
ছবি - thebetterindia.com
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২১ রাত ১০:২২