শুধুমাত্র নির্দিষ্ট কোনও বর্ণ দিয়ে শুরু শব্দাবলি ব্যবহার করেও যে অনুগল্প তৈরি করা যায় তার একটা উদাহরণ নীচে দেয়া হোল। এটি একই সাথে শিক্ষণীয় এবং বিনোদনমূলক একটি পোস্ট। এবারের বর্ণ 'খ'।
খেয়াপারের খেয়ামাঝি খেমচাঁদ খানা খাইয়া খেসারি খেতের খাসজমির খাঁজে খরদৃষ্টিতে খুঁড়াকে খুজিতেছে। খানদানি খুঁড়ার খাসলত খুবই খারাপ। খুঁড়া খুঁতখুঁতে খুঁড়িকে খেপাইয়া খরতাপে খামোখা খানাখন্দ খুরিতেছে। খুঁড়ির খয়েরখাঁ, খোঁড়া খেতমজুর খগেন খেয়ালী খুঁড়ার খেদমতে খিলখিলিয়ে খানাখন্দ খননে খুবই খাটিতেছে। খরস্রোতা খালের খেয়ামাঝি খেমচাঁদ খুঁড়াকে খুঁজিয়া খুঁড়ির খাসা খিচুড়ি খাওয়াইল। খাবলাইয়া খাবলাইয়া খেসারির খিচুড়ি খাইয়া খুঁড়া খিটখিটে খুঁড়ির খেদের খবরে খুবই খেপিয়া খানিকক্ষণ খোঁচাইয়া খোঁচাইয়া খালিখালি খানাখন্দ খুঁড়িল। খতরনাক খুঁড়ার খামখেয়ালীতে খর্বকায় খিটখিটে খুঁড়ি খনে খনে খড়ম খটখটাইয়া খেদে খটাখট খাসমহলের খিড়কির খিল খুলিল। খিটখিটে খুঁড়া খুঁড়ির খুনসুটির খেলায় খেয়ামাঝি খাবি খাইল।
এই ধরণের আগের পোস্ট -
'ক' বর্ণ দিয়ে শুরু শব্দ ব্যবহার করে অনুগল্প
নোট- বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী অর্থ;
১। খাঁজ মানে - গর্ত
২।‘খনে খনে’ আর ‘ক্ষণে ক্ষণে’ একই অর্থ।
৩। ‘খাবি খাওয়া’ অর্থ বিপদ থেকে মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টা করা।
৪। খতরনাক অর্থ বিপদজনক বা ভয়ংকর।
৫। খেদ অর্থ আক্ষেপ বা অনুতাপ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৮