মুসলমাদেরকে দাড়ি রাখতে রাসূল (সাঃ) নির্দেশ দিয়েছেন। দাড়ি মুন্ডন করতে রাসূল সাঃ নিষেধ করেছেন। রসুল (সাঃ) এর আদেশ মুসলমানদের জন্য ফরজ বা ওয়াজিব। তাই দাড়ি রাখা কোনও ঐচ্ছিক ব্যাপার না। দাড়ি না রাখলে গুনাহগার হতে হবে। কোরআনে এ ব্যাপারে কোনও নির্দেশনা না থাকা সত্যেও দাড়ি রাখা বাধ্যতামূলক কারণ এটা রসুলের (সাঃ) নির্দেশ।
নিম্নে এ সম্পর্কে রাসূল সাঃ এর বাণীসমূহ উল্লেখ করা হল।
১। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ গোঁফ নিশ্চিহ্ন করতে, আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। (সহীহ মুসলিম, হাদীস নং-৬২৪)
২।হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গোঁফকে কর্তন কর, এবং দাড়িকে লম্বা কর। তোমরা অগ্নিপূজকদের বিপরীত কর। {সহীহ মুসলিম, হাদীস নং-৬২৬}
৩। হযরত জাবির বিন সামুরা রাঃ বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি ছিল বেশি বা ঘন। {সহীহ মুসলিম, হাদীস নং-৬২৩০, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৭৪৫৬}
উপরে উল্লিখিত হাদীসগুলোর আলোকে মুসলিম উম্মাহের ফক্বীহগণ একমত যে, দাড়ি বড় করা মুসলিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং দাড়ি মুন্ডন করা বা “একমুষ্টি” এর কম রাখা নিষিদ্ধ।
পারিভাষিক মূলনীতির আলোকে কোন কোন ফক্বীহ দাড়ি রাখা “ফরজ” বলে উল্লেখ করেছেন। কেউ তা “ওয়াজিব”মত দিয়েছেন।
আসুন এই পোস্টের পাঠকরা রসূলের(সাঃ) আদেশ মেনে দাড়িকে বড় হতে দেই আর গোঁফ ছোট করি আর পাঠিকারা তাদের জীবন সঙ্গীকে এই ব্যাপারে উৎসাহিত করি। ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২০ রাত ১২:০৮