অনেক অনেক দিন পর,
হয়ত মিলে যাবে অবসর,
সময় নদীর ভেঙ্গে দেয়া কূলে,
তুমি আমি সব ভুলে,
আবারও রাখব, হাতে হাত!
ঝাপসা দৃষ্টি মোটা লেন্সের নিচে
পৃথিবীর রূপ, সব তখন মিছে,
শুধু জানি অসীম ভালবাসা,
থাকবে না মিছে আশা
কেটে যাবে নির্ঘুম রাত।
হয়ত ফ্রিজিয়ামের অভাববোধ
নয়ত স্মৃত্মির অবোরোধ
যাই হোক না কেন?
সেটাকেও ভালবাসা মেন....
তখনও উঠবে চাঁদ, আজকের মত
শুধু আমাদের মনে, সময়ের ক্ষত
তবু জানি, সেদিন ভুলে অভিমান
আবারও গায়ব, এক সুরে গান।
হোক না কুঞ্চিত ত্বক, শুষ্ক অধর,
ভালবেসেই ছুয়ে দিব, অনেক দিন পর।