উৎসর্গ:
নাফিস ভাইয়ের মত মানুষদের যাদের অজান্তেই তাদের পোস্ট/ কবিতা/রচনা নির্লজ্বের মত অন্য কেউ মেরে দেয় কোন রকম অনুমতি গ্রহণ ব্যতিরেকে........
ভূমিকাতে প্রথমেই একটা কথা বলি, নাফিস ভাইয়ের লিখা আজকে একজন চোরের মত মারতে যেয়ে ব্লগীয় গণধোলাই খেয়েছে প্রথম আলো ব্লগে...... ব্যাপারটা প্রথম আলো ব্লগ কিংবা সামহোয়ারইন ব্লগের মাঝে সীমাবদ্ধ না.......এভাবে কপি করা নিম্ন মানসিকতার পরিচয়, সেটা যেখানেই করা হোক না কেন....
ইন্টারনেটে আপনি যাই লিখুন না কেন সেটাকে কপি করা অসম্ভব কোন কাজ না...... কোন কোন সাইট রাইট ক্লিক ডিসাবল করে রাখে যাতে কেউ কোন কন্টেন্ট কপি করতে না পারে আবার কোন কোন সাইট বলে রাখে কপি করা যাবে না,কপি করা দোষনীয় ইত্যাদি ইত্যাদি......কিন্তু এগুলোর কোনটাই কপি ঠেকাতে সমর্থ নয় (একভাবেই সম্ভব...... কিবোর্ডের ctrl+C ctrl+V সিকোয়েন্স ডিজাবল করে দেয়া )
এটা আটকানো যেহেতু সম্ভব না তাই আমরা যেটা করতে পারি বড়জোর সেটা কে কে কোথায় কপি করলো এটা খুঁজে বের করতে পারি......
তো, এই খুঁজে বের করার কাজটা যারা করতে চান তাদের জন্যে যে সাইট তা হল:
www. কপি এসকেপ .com
সাইটটিতে কিভাবে কাজ করবেন?
উত্তর: খুব সহজ...... ওপেন করলে দেখবেন একটা টেক্সটবক্স আছে.... সেখানে যেই পেজের আর কোন কপি আছে নাকি দেখতে চান সেই পেজটার অ্যাড্রেস ইনপুট দিয়ে এন্টার দিন....... এরপর ডুপ্লিকেট কন্টেন্টগুলো সে নিজেই দেখিয়ে দিবে....
***********
শেষ কথা, অনেক সময় এটা মৌলিক কন্টেন্টকেও কপি বলতে পারে তবে সেটা তখনই হয় যখন অরিজিনাল কন্টেন্টটা খুব পপুলার টাইপের কিছু একটা হয়....... যেমন ধরুন, আপনি সবগুলো দেশের নাম আছে এমন একটা পেজের অ্যাড্রেস দিলে সেটার অনেকগুলো কপি দেখাবে..... এটা কিন্তু কপি না কারণ সবগুলো দেশের নাম অনেক অনেক ওয়েব পেজের অপরিহার্য অংশ.........
এই ব্যাপারটা ছাড়া সাইটটার পারফর্মেন্স ভালই টেস্ট করে দেখতে পারেন......
আপডেট:
উপরের সাইটটাতে যদি দেখায় ম্যাক্সিমাম লিমিট পার হয়ে গেছে তাহলে এই সাইটটিতেও দেখতে পারেন:
www.plagiarismdetect.com/
অথবা এইটায়:
http://plagium.com/
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১২ সকাল ১১:০২