জানো কি তাই...
আর আমি নাই, আমি ভালো নাই।
ভালো নাই তবু লিখি না তোনায়;
জানো কি কেন...
তুমি জানো সব, জানো এই আমায়।
তুমি কি আসলেই জানো আমায়;
জানি না আমি...
কতটা জানাকে জানা বলে, সে জানো তুমি।
আমাকে ছাড়া আছো কেমন;
জানি কি আমি...
জানি’ বলে দ্বিধা হয়, তবু বলি জানি আমি জানি।
“১২ই জুন, রাত ১২টা ১২ মিনিট
নিকোসিয়া, সাইপ্রাস”
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ সকাল ৮:০০