বিএনপি নির্বাচনী প্রচার-প্রচারোনা চালাতে পারছেনা। পোষ্টার-ব্যানার নেই । এটা সত্য না মিথ্যা; তা প্রমাণ করার জন্য কারো বক্তব্য শোনার প্রয়োজন নাই।
সাধারণ মানুষ পলিটিকস ভালো বোঝেনা এটা যেমন ঠিক; কিন্তু সাদাকে সাদা, কালোকে কালো বলার মত সাধারণ জ্ঞান তাদের ভীতর যথেষ্ট রয়েছে।
৩০ তারিখের নির্বাচন নিয়ে অধিকাংশ জনগন একটা স্লোগান বানিয়ে ফেলেছে। এটা সত্য হিসাবে দেখা দেয়ার সম্ভাবনা কতটুকু সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে।
সরকারের বর্তমান প্রক্রিয়া যদি তাদের নির্বাচনে টিকিয়ে রাখতে সক্ষম হয় সেটা তাদের জন্য সাময়িক মঙ্গল হলেও দেশের গনতন্ত্রের ভবিষৎ কোথায় গিয়ে দাড়াবে সেটা সময় বলে দেবে।
সত্যিকার অর্থে বলা যায়, যারা সরকার পরিবর্তনের সপক্ষে তাদের এটাও জেনে রাখা ভালো-পরিবর্তন কখনো মঙ্গল আনেনা; যদি সেই পরিবর্তনের একটা অর্থবহ দিক না থাকে।
ক্ষমতার অপব্যবহার থেকেই ক্ষমতা হারানোর ভয়টা বেশি কাজ করে। আর এই ভয় থেকেই শুরু হয় টিকে থাকার যুদ্ধ/কৌশল।
গনতান্ত্রিক রাষ্ট্রে অগনতান্ত্রিক প্রক্রিয়ায় টিকে থাকার চেষ্টা অশুভ পরিনতির সৃষ্টি করে। সেটার সাক্ষী ইতিহাস।
সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সবাই প্রসংশা করে এবং করছে। এটা একটা বড় পুঁজি ছিলো। কিন্তু......
রাজনৈতিক দলগুলো জনগনকে কি বিশ্বাস করে? তাহলে তাদের পথ কি এটা হতো!!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩