মিথ্যা জিনিসটা যতই অাড়াল করা হোক; প্রকৃত সত্যটা উন্মোচিত হয়েই যাবে।
এখন মাশঅাল্লাহ গ্রাম থেকে গ্রামান্তরে স্যাটেলাইট টিভি চ্যানেল পৌছে গেছে।
এক সময় ছিলো বিটিভি ( সরকারী চ্যানেল) ছাড়া কোন গতি ছিলোনা। সরকারী গুনগান শুনতে শুনতে অস্থির হয়ে যেতাম।
যাহোক, জনগন এখন দেশের প্রকৃত হালচালের খবর বেশি বেশি রাখছে। যেহেতু সামনে নির্বাচন।
এবারের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, অর্থাৎ প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচন কমিশন নাকি বিদেশীদের নিকট মুখ দেখাতে পারবেননা।
একথা কি এটা প্রমাণ করেনা। ২০১৪ সালের নির্বাচন দেশের মানুষ থেকে শুরু করে পর্যবেক্ষকদের নিকট প্রশ্নবিদ্ধ ছিলো।
যাহোক, নির্বাচন কমিশন এর অাগে বলেছেন, নির্বাচন করে তারা ইতিহাস সৃষ্টি করবেন।
এখন বলেছেন, নির্বাচনের ২/১০ দিন অাগে সেনাবাহিনী মাঠে থাকবে। কেননা, তারা এমন কিছু করতে চাচ্ছেন না: যেটার কারনে বিদেশীদের নিকট মুখ দেখাতে লজ্জা হয়।
সাধুবাদ জানাই এমন ঘোষনার।
'জনগন যাদের চাইবে; তারাই ক্ষমতায় যাবে' এটাই হোক সিইসির স্লোগান।
অামরা অার কোন লুটপাটের নির্বাচন দেখতে চাইনা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২