ক্রিয়া করবো; প্রতিক্রিয়া হবে; ক্ষতি সাধিত হবেনা। এই এন্টিব্যালিস্টিকের অাবিষ্কারক এখন বাংলাদেশ!!
যারা বুঝেন নি তারা শুধু নিউটনের সূত্র বুঝেন। একথাও যারা বুঝেননি তারা বাংলা ব্যকরণ চর্চা শুরু করুন।
'পড়েছি মোঘলের হাতে; খানা খেতে হবে সাথে'। প্রবাদ প্রবচনটি আজ বিএনপি জন্য প্রযোজ্য।
ক্ষমতাশীনরা শারীরিক এবং মানসিক দিক থেকে এতটাই শক্তিশালী যে সাধারণ সর্দি, কাশি, জ্বর তাদের কিছুই করতে পারেনা।
বিএনপি জনগনকে আর মাঠে নামাতে সক্ষম হবেনা; সেই শক্তি, সামর্থ, সাহস কোনটাই তাদের আজ নেই। নির্বাচন সুষ্ঠু হলেও তারা যে একটা বিরাট ব্যবধান সৃষ্টি করতে পারবে সেটাও বলা মুসকিল।
বিএনপি নির্বাচনে না আসলে আইনগতভাবে তারা একটা বিরাট গর্তে পড়ে যাবে; যা অস্তিত্বের সংকট সৃষ্টি করতে পারে।
নির্বাচনে অংশ নিলে হয়তো তারা একটু দাড়ানোর জায়গা পেতে পারে। কিন্তু সেটাও বেশিদিন টিকবে বলে মনে হয়না।
বাংলাদেশের গনতন্ত্র এবং নির্বাচনী ইমেজ নষ্ট হবার মূলে ক্ষমতার উপর একটা মারাত্বক মোহ কাজ করছে। এই মোহ ভঙ্গ বাংলার রাজনীতিতে কোনদিন ফিরবে বলে মনে হয়না।
এর জন্য কোন দলকে এককভাবে দায়ী করা যাবেনা। বিএনপির ইতিহাস তা বলেনা।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২