একঃ
-এই ব্যাটা, "এন্টিবায়োটিক" চিনোস? এমন এন্টিবায়োটিক দেবোনা। সব রোগ ভালো হয়ে যাবে।
বাম পার্শ্বে তাকিয়ে দেখি ঔষধের দোকান।
ডাক্তার কি রোগীেক এভাবে রোগীকে ঔষধ দেয়!! নিজেকে প্রশ্ন করলাম।
ভুল ভাঙ্গলো, এটা সত্যিকারের "এন্টিবায়োটিক" নয়। একজন অারেকজনকে এভাবেই শাসাচ্ছেন।
এন্টিবায়োটিক প্রয়োগে একটি তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় তা প্রয়োগকৃত ব্যক্তির চেহারা দেখে বুঝলাম।
দুইঃ
দুই রিকশাচালকের খাজুরে অালাপ-
রতন(ছদ্দনাম): কি এক নতুন দল সরকারের কাছে নির্বাচনে সেনাবাহিনী চাচ্ছে। ক্ষ্যামতা ছেড়ে দিতে হবে হাসিনাকে।
জয়নাল(ছদ্ধনাম): অারে থাম। রাস্তায় নামার সাহস অাছে। এমন এন্টিবায়োটিক দিবে। লাফালাফি বন্ধ হয়ে যাবে।
রতন: একদিন দেখিস কোন এন্টিবায়োটিকে অার কাজ হবেনা।
জয়নাল(ছদ্ধনাম): তখন অারো দামি এন্টিবায়োটিক দেবে। কাজ হবেনা মানে।
বুঝলাম 'এন্টিবায়োটিক' অাসলে খুব কার্যকরী জিনিস।
...............
তিনঃ
একটি চায়ের দোকানঃ
এক ব্যক্তি: কোন রোগের কোন ঔষধ হাসিনার ভালো করে জানা অাছে।
পাশের ব্যক্তি: কথা কিন্তু সত্য। তবে বিরোধীদলের উপর ঔষধটা একটু বেশি পড়েছে।
তৃতীয় একজন: বিরোধী দল পাইলী কই? ওদের যে 'এন্টিবায়োটিক' দেয়া হয়েছে তাতে কোমর সোজা হয়ে দাড়াতে পারছেনা।
বুঝলাম 'এন্টিবায়োটিকের' পার্শ্বপ্রতিক্রিয়া খুব খারাপ....
চারঃ
দুই ভার্সিটি বন্ধু:
- বুঝলি রনি, ডাক্তারের নিকট যেতে হবে। নাক দিয়ে পানি ঝরছে। সর্দি-জ্বর ভাব। শরীরের মধ্যে অস্থিরতা লাগছে।
- আরে দোস্ত, এটা কোন রোগ হলো নাকি! আমি তোর ঔষধ লিখে চিচ্ছি । দুই বড়িতেই সব ক্লিয়ার।
- 'এন্টিবায়োটিকের' কথা বলছসি? না না, এন্টিবায়োটিক আমি খাবোনা।
- আরে বোকা, এন্টিবায়োটিক এক ডোস দিলে সব ভ্যানিশ। এন্টিবায়োটিক ছাড়া কি ট্রিটমেন্ট হয়?
- না না, আমি জানি, যত্রতত্র এন্টিবায়োটিক খেলে ব্যকটেরিয়াগুলো তাদের জেনেটিক কোড পরিবর্তন করে ফেলে। তখন আর এন্টিবায়োটিক কাজ হয়না। এক কথায় রেজিস্ট্যান্স হয়ে যায়।
-তোর কথা আমি বুঝলাম না।
-তোর মত হাতুড়ে ডাক্তার এগুলো বুঝবেনা।
............বুঝলাম এন্টিবায়োটিকের সঠিক প্রয়োগের অভাবে হিতে বিপরিত হতে পারে।
পাদটিকাঃ
স্বামী তার স্ত্রীকে প্রতিদিন পেটায়। স্ত্রী বেচারা মুখ বুজে মার খাচ্ছে। সত্বী নারী বলে কথা। তো হঠাৎ একদিন স্ত্রীর মারমুখি আচারণ দেখে সবাই হতবাক। স্বামীকে ইচ্ছামত .......।
বুজলাম...এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে...............
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭