বাঙ্গালী স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন সিনেমার স্টাইলে বাস্তবে রুপ নেয়না।
স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন; একটি কঠিন সমীকরণ আছে। স্বপ্ন তো ভালো-মন্দ দুটোই আছে। আমার জন্য যেটা ভালো সেটাই ভালো স্বপ্ন।
ঐক্যফ্রন্ট নিঃসন্দেহে প্রাণপন চেষ্টা চালাচ্ছে, শরীর ঘর্মাক্ত করছে; স্বপ্ন-অংশগ্রহণমূলক, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সরকার দৃশ্যত সহযোগীতার হাত বাড়িয়েছে।
জনগন স্বপ্ন দেখছে। এতে জনগনের কোন দোষ নেই। 'আওয়ামীলীগ দেশের অনেক উন্নয়ন করেছে্। জনগণ তাদের ভোট দেবে'-এটা তাদের স্বপ্ন নয়, বিশ্বাস। দূর্বার গতিতে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এখানে পেছনে ফেরার সুযোগ নেই।
আজকে ঐক্যফ্রন্টের সমাবেশ। তারা সরকারকে একটু নাড়া দিতে চায়। এটা কিন্তু রানা প্লাজার খুটি নয়। মহিউদ্দিন খান আলমগীর এই বিষয়ের ব্যখ্যা দিতে পারবেন।
দাবি আদায়ে তারা সোচ্চার। লিমিটের ভেতর চিল্লাচিল্লি। জনগন নির্ঘুম রাত কাটাচ্ছে......
তথইবছ........এটা জনগন আশা করেনা।
দ্বীয়ত দফা বৈঠক! তারিখ ৭ই নভেম্বর। আশার আলো জ্বলছে-নিভছে !! "সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই".......!!! এটাই বাস্তবতা।
চা এর দোকানে ঝড় উঠবে; টিভি, পত্রিকায়, অনলাইনে মানুষ হুমড়ী খেয়ে পড়বে।
নির্বাচন হবে। হতেই হবে।
ফলাফল...........জনগণ সকল ক্ষমতার উৎস।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬