গুগল স্প্রেডশিটে ৩২টি শিট নিয়ে কাজ করছি। প্রতিটিতে একই ফর্ম্যাটে টেবিল আছে - ৩০টি ল্যাংগুয়েজ সেন্টারের জন্য ৩০টি শিট, হেড অফিসের জন্য ১টি শিট এবং মোট হিসাবের জন্য সর্বশেষ শিট। সেখানে মাসিক আয়-ব্যয়ের হিসাব থাকবে।
প্রতিটি সেন্টার তাদের জন্য নির্ধারিত শিটে ডেটা এন্ট্রি করলে, এক নজরেই সর্বশেষ শিটে মোট হিসাব পাওয়া যাবে। এ পর্যন্ত ঠিকঠাক আনাড়ি হাতে করতে পারলেও সমস্যা হলো - যদি কোনো সেন্টার ভুল করে (বা ইচ্ছা করে

যদি প্রতিটি সেন্টারের জিমেল আইডির জন্য কেবল ১টি নির্দিষ্ট শিট শেয়ারের অনুমতি দেয়া যায়, তাহলে সমস্যা মিটবে। অর্থাৎ কোনো সেন্টার থেকে লগইন করলে তারা কেবল তাদের জন্য নির্দিষ্ট শিটে কাজ করতে পারবে, অন্য শিটে কোনো এডিটিং করতে পারবে না, এমন কিছু চাচ্ছি। তবে এমন উপায় কি আছে? এ বিষয়ে কারো জানা থাকলে সাহায্য করুন, প্লিজ...