এ কথা সত্য যে হত্যা চেয়েছি একদা
শান্তির নামে সত্যের নামে সুন্দর পাত্রে
দেখেছি ঈশ্বরের মুখ তার জলে নচেৎ কী
ক'রে জায়েজ হয় এই নরবলি নরহত্যা যেমন
নরখেকো এখনো শুনেছি আছে তাহলে সত্য
ব'লে যাকে চিনেছি এতদিন তাকে অহিংসার
নামে কোথায় ফেলে দেবো? কাকে বলে জিহাদ
কাকে বলে বিপ্লব? কখন তা করা চাই? কে তার
রূপ শেখায়ে দেবে? খোদা তো মুখ লুকায়ে আছেন
সহস্রাব্দ ধ'রে! তবে কি জারজ সব তত্ত্ব নিয়া এই ফ্যাসাদ
কার নিমিত্তে? অহম ভালো নয় কভু? তবে যে নীটশে
পুজিলেন অহম তার? তবে কি সবই বিকার? শুধায়
শিশুটি: রাসূল ব'লে নাই কি তবে কেউ মিছে তবে সব?
মানুষ বিকায় মানুষ স্বকায়, মানুষের ভেতর মানুষ উশকায়
তথাপি বাঘ সিংহ না হলে তো চলে না। কি দিয়া তৈয়ার
তবে সকলে? জানা তো গেল না। কিতাব কম তো হয় নাই
বিলম্বে জানা যাবে, তবে বিলম্বই শ্রেয়। কী কাজ তবে
সত্য দাবি করিবারে? সত্য সকল মিছা হলে পরে
মিথ্যা সকল সত্য হয়(?) নতুন সত্য আসি জোটে ফুলবাগানে
ফুল তার গোপন সুধা ঢালে। নিষ্কাম কে কয় নিজেরে?
একক দাবি কার নিজেরে? ক্ষমতায় শুধায় কোন্ আহাম্মকেরে?
ভাত উতরাইতেছে। শিগ্গিরি যাও হেঁশেলে।।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৪